adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার নিউজিল্যান্ডকে হারিয় বিশ্বকাপে জয়ের ধারায় ফিরতে চায় সাকিবরা

নিজস্ব প্রতিবেদক: চলমান বিশ্বকাপের ফাইনালে খেলবে বাংলাদেশ, আবার অনেকে বলছেন সেমিফাইনালে। বাংলাদেশ দলের কাছে ক্রিকেট ভক্তদের প্রত্যাশার যেনো শেষ নেই। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে টাইগারদের জয়ে দেশবাসী বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে। কোন শ্রেণীর দলের বিরুদ্ধে সাকিবরা জিতলো, তার বিশ্লেষণ না করেই দলের জন্য অভিনন্দন বার্তাও পৌঁছে যায় ভারতে।

পরের ম্যাচেই টাইগাররা শুয়ে পড়লো। যেনো অসহায় আত্মসমার্পণ। ইংল্যান্ডের কাছে ম্যাচ হারলো ১৩৭ রানে। এ অবস্থায় দেশের কোথাও দল নিয়ে খুব একটা সরব আলোচনা হয়নি। ফাইনাল আর সেমিফাইনালে খেলার স্বপ্নের কথা বলতে শোনা যায় না।

তবে সাকিবসেনারা চাইছেন জয়ের ধারায় ফিরতে। শুক্রবার চেন্নাইর এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ওরা ১১জনই নিজেদের সেরাটা উজার করে দেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভাগ্যলক্ষি সহায় হলে জিততেও তো পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটীয় ইতিহাস একেবারে মন্দ নয় লাল-সবুজদের। ওয়ানডেতে এখন পর্যন্ত ৪১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরমধ্যে নিউজিল্যান্ডের জয় ৩০টিতে, বাংলাদেশের ১০টিতে। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এর মধ্যে ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে কিউইরা।

দ্বিপাক্ষিক সিরিজে কিছুটা সুখস্মৃতি থাকলেও বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে উল্লেখ করার কিছু নেই। পাঁচবারের সাক্ষাতেই হেরেছে বাংলাদেশ। আজ কিউইদের বিরুদ্ধে জয় পেতে যার পরনাই লড়বে সাকিবরা। এই ম্যাচে ভাগ্য সহায় হোক বা না হোক সাকিব আল হাসানের রেকর্ডের হাতছানি।

বিশ্বকাপে এখন পর্যন্ত সাকিব ১ হাজার ১৬১ রানের পাশাপাশি নিয়েছেন ৩৮ উইকেট। উইকেটের হিসেবে ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের গেইলকে পেছনে ফেলেছেন সাকিব। রানের হিসেবে সাবেক তারকা এই ক্রিকেটারকে পেছনে ফেলতে সাকিবকে আর ২৬ রান করতে হবে।

গেইলকে পেছনে ফেলতে সাকিব ২৬ রান করলে ছাড়িয়ে যাবেন আরেক কিংবদন্তিকে। লঙ্কান অলরাউন্ডার সনাৎ জয়াসুরিয়া বিশ্বকাপে ব্যাট হাতে করেছেন ১ হাজার ১৬৫ রান। লঙ্কান এই কিংবদন্তিকে পেছনে ফেলতে সাকিবকে করতে হবে মাত্র ৫ রান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া