adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোরাঘুরি করে লাভ নেই, আপনাদের পতন নিশ্চিত: আওয়ামী লীগকে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, পরিষ্কার করে বলতে চাই, এ দেশের সকল মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। তাদের (আওয়ামী লীগ) হাত থেকে বাঁচতে চায়। তাদের নির্যাতন, যন্ত্রণা, চুরি-দুর্নীতি সবকিছু থেকে এখন মানুষ বাঁচতে চায়। এখনো সময় আছে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত কনভেনশনে এসব কথা বলেন তিনি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ওই কনভেনশনের আয়োজন করে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য।

মির্জা ফখরুল বলেন, একজন তুখোড় সাবেক ছাত্রনেতা এ্যানিকে (শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি) তারা গভীর রাতে গ্রেপ্তার করে নির্মমভাবে পিটিয়েছে। সে আদালতে বলেছে, আমাকে যেভাবে পিটিয়েছে চোর-ডাকাতকেও এভাবে পেটায় না। সুতরাং মুখে কুলুপ এঁটে বসে থাকবেন না, জেগে উঠতে হবে। নাহলে আজকে এ্যানিকে যেভাবে মেরেছে, কালকে আপনাকে এভাবে মারতে পারে। আপনার পরিবারকেও এভাবে মারতে পারে।

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সহস্রাধিক নেতাকর্মীকে তারা জুডিশিয়াল কিলিং করে হত্যা করেছে। এক বছরে ২২ জন নেতাকর্মীকে হত্যা করেছে। আমাদের বিদ্রোহ করতে হবে। তাদেরকে রুখে দাঁড়াতে হবে।

ছাত্রদের উদ্দেশে তিনি আরো বলেন, আমরা একটা বড় যুদ্ধে নেমেছি। সেই যুদ্ধটা হচ্ছে, একটা ভয়াবহ ফ্যাসিবাদী শক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার যুদ্ধে আমরা নেমেছি। আর লক্ষ্য একটাই। আমরা এই ভয়াবহ ও ফ্যাসিবাদী সরকারকে সরাতে চাই।

কনভেনশনে আওয়ামী লীগকে উদ্দেশ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যতদূর এসেছো অনেক হয়েছে এবার থামো, নয়তো বিপদে পড়ে যাবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, পথ হারানো বাংলাদেশের নেতৃত্ব ছাত্রসমাজকে দিতে হবে। সেজন্য সকল ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন করতে হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজধানীর সকল ক্যাম্পাসে আন্দোলন ছড়িয়ে দিতে হবে।

ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়কারী ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে কনভেনশনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া