adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-শ্রীলংকা শুক্রবার মুখোমুখি

afc-u-19নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল এবং দেশটির ফুটবল দলের ঢাকা আগমনে অনিশ্চয়তায় একটা গুমোট পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। এমন এক পরিস্থিতির মধ্যেই শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে যুবাদের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ, উজবেকিস্তান, শ্রীলংকা ও ভুটানকে নিয়ে অনুষ্ঠিত হবে এএফসি অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের খেলা। প্রথম দিন মাঠে নামছে স্বাগতিকরা। সন্ধ্যা ৬ টায় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। বিকাল ৩ টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে উজবেকিস্তান ও ভুটান।
বাছাইপর্বের ১০ গ্র“প চ্যাম্পিয়ন এবং সেরা ৫ রানার্সআপ দল খেলবে চূড়ান্তপর্বে। শিরোপা নির্ধারনী এ পর্ব অনুষ্ঠিত হবে আগামী বছর বাহরাইনে। এএফসি অনুর্ধ-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন কাতার। বাংলাদেশ এ পর্যন্ত অংশ নিয়েছে ৬ বার। প্রতি আসরেই বিদায় নিয়েছে গ্র“প পর্ব থেকে। এবার স্বাগতিক হয়ে বাংলাদেশের লক্ষ্য চূড়ান্ত পর্ব। বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় দলের কোচ সাইফুল বারী টিটু বলেছেন, ‘দীর্ঘ সময় পেয়েছি প্রস্তুতির। এর মধ্যে ছেলেদের চেষ্টা করেছি নিজেদের মতো করে শেখাতে। টুর্নামেন্টে একটা ম্যাচ জিততে হলে কি করতে হয়, কিভাবে চাপ নিতে হয়-এ সব নিয়ে কাজ করেছি। খেলোয়াড়দের বলেছি-তোমাদের প্রমাণ করতে হবে তোমরাই সেরা। সেরা হওয়া মানেই সিনিয়র জাতীয় দলে ডাক পাওয়া। ভালো ক্লাবে জায়গা করে নেয়া। তার জন্য করতে হবে নিজের সেরা পারফরম্যান্স।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া