adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবারের বিশ্বকাপে আতহার আলী খানসহ ধারাভাষ্য দেবেন যারা

স্পোর্টস ডেস্ক: আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে শুক্রবার ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসির প্রকাশিত তালিকায় নাম আছে বাংলাদেশের আতহার আলী খানের। তালিকায় আরও রয়েছেন রিকি পন্টিং, নাসের হুসেইন, শেন ওয়াটসন ও ইয়ান বিশপদের মতো তারকারা। বিবৃতিতে আইসিসি জানিয়েছে, রিকি পন্টিং ও ইয়ন মরগ্যান আইসিসি টিভিতে ধারাভাষ্য দেবেন। আইসিসি টিভির ধারাভাষ্যে থাকবে ম্যাচ পূর্ববর্তী, ইনিংস বিরতি ও ম্যাচ পরবর্তী আলোচনা।

রিকি পন্টিং ও মরগ্যানদের পাশাপাশি থাকবেন শেন ওয়াটসন, লিসা স্থালেকার, রমিজ রাজা, রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, সুনিল গাভাস্কার ও ম্যাথু হেইডেনরা। সূত্র: আইসিসি

অন্যদিকে ধারাভাষ্য কক্ষে থাকবেন নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ। এই তিনজন গতবারের বিশ্বকাপ ফাইনালেও ধারাভাষ্য কক্ষে উপস্থিত ছিলেন। এছাড়াও ধারাভাষ্য কক্ষে দেখা যাবে ওয়াকার ইউনিস, শন পোলক, আঞ্জুম চোপড়া, মাইকেল আথারটনদের। তাদের সঙ্গে যোগ দেবেন সিমন ডুল, এমপুমেলেলো বাঙ্গওয়া, সঞ্জয় মাঞ্জরেকার, ক্যাটি মার্টিন, দিনেশ কার্তিক, ডার্ক নেনেস, স্যামুয়েল বদ্রি ও রাসেল আরনল্ড।
আইসিসি থেকে দায়িত্ব পাননি হার্শা ভোগলে, কাস নাইডো, মার্ক নিকোলস, নাটালিয়ে জারমানোস, মার্ক হওয়ার্ড ও ইয়ান ওয়ার্ড, তারা থাকবেন ব্রডকাস্ট চ্যানেলগুলোর সঙ্গে চুক্তি করার সুবাদে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া