adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্র্যাক ব্যাংকে থরে থরে জাল টাকা!

oenp-onax-gnxn20131225124227গাজীপুর: বাইরে নয়, এবারে খোদ ব্যাংকের ভেতরেই থরে থরে  জাল টাকার  নোট পাওয়া গেছে।

এক গ্রাহক ব্যাংক থেকে এক লাখ ৫০ হাজার টাকা তোলার পর পুলিশ ব্যাংকে তল্লাশি চালিয়ে থরে থরে আরো পাঁচ লাখ টাকার জাল নোট জব্দ করে। 

ব্র্যাক ব্যাংক টঙ্গী শাখা থেকে পুলিশ ওই জাল টাকা জব্দ করার পর ক্যাশিয়ার মারুফ হাসানকে আটক করেছে। 

ঘটনাটি সোমবার রাতে ঘটলেও ব্যাংক কর্তৃপক্ষের অনুরোধের কারণে গোপন রাখে পুলিশ। কিন্তু সংবাদ কর্মীরা মঙ্গলবার রাতে জানতে পারার পর বিষয়টি জানাজানি হয়।

সোমবার সকালে এক গ্রাহক তার অ্যাকাউন্ট থেকে এক লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করলে পরে অপর একজনকে সে টাকা দিতে গেলে দুজনই জানতে পারেন, এক লাখ ৫০ হাজার টাকার সবগুলোই জাল। এরপর তারা থানার আশ্রয় নেন।

এ সময় থানা থেকে ব্যাংক ম্যানেজার এম সাব্বির হোসেনকে ঘটনাটি জানানো হয়। ব্যাংক ম্যানেজার ক্যাশিয়ার মারুফ হাসানের কাছে বিষয়টি জানতে জানলে তিনি টাকা পাল্টে দেওয়ার কথা বলেন ও কাউকে না বলার জন্য অনুরোধ করেন। 

এরপর ম্যানেজার এম সাব্বির হোসেন ঘটনা জানালে পুলিশ সোমবার রাত আটটার দিকে টঙ্গীর বাটা গেট সংলগ্ন ব্র্যাক ব্যাংক শাখায় অভিযান চালায়। এ সময় আরো পাঁচ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।

তল্লাশির সময় কৌশলে ক্যাশিয়ার মারুফ হাসান পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ পরে তাকে আটক করে। পরে মঙ্গলবার ভোররাতের দিকে মামলা দায়ের হয়।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক এম সাব্বির হোসেন বাদী হয়ে মারুফ হাসানের বিরুদ্ধে (শাখার ক্যাশ অ্যান্ড ক্রেডিট সার্ভিস অফিসার) টঙ্গী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক) ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ২০(১২)২০১৩। 

এ বিষয়ে গাজীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্র্যাক ব্যাংক টঙ্গী শাখায় অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় ক্যাশিয়ার মারুফ হাসানকে আটক করা হয়েছে। 

তিনি জানান, পুলিশ ব্যাংকের ক্যাশ ডেস্ক, ক্যাশ কক্ষ ও ক্যাশ পরিচালনার বিভিন্ন ড্রয়ার তল্লাশি করে পাঁচ লাখ টাকা উদ্ধার করে। উদ্ধার সব টাকাই জাল বলে পরবর্তীতে ক্যাশিয়ারকে আটক করা হয়েছে। 

এদিকে, সূত্র জানায়, ব্যাংকের ভেতরে জাল নোট থাকার বিষয়টি ব্যাংকিং ব্যবসার জন্য একটি বড় ধরনের হোঁচট বিধায় ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গোপন করার চেষ্টা করেন।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া