adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপ ইস্যুতে এসিসির কাছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষতিপূরণ দাবি

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ নিয়ে নাটকীয়তার যেন শেষ নেই। ভারতের আপত্তিতে এবারের এশিয়া কাপের অধিকাংশ ম্যাচই আয়োজনের দায়িত্ব পেয়েছে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান হওয়া সত্ত্বেও তাদের থেকে বেশি ম্যাচ আয়োজন করবে লঙ্কানরা। ভারতের আপত্তিতে পাকিস্তান থেকে ম্যাচ সরে যাওয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর সিদ্ধান্ত তিনিই নিয়েছিলেন। তাই তার কাছে ক্ষতিপূরণ দাবি করেছে পিসিবি। ক্রিকেট পাকিস্তান

এসিসির কাছে ক্ষতিপূরণ দাবির ব্যাপারে পিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও দেশটির এক বোর্ড কর্মকর্তা জানান, ক্ষতিপূরণ দাবি করে জয় শাহকে চিঠি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ। পাকিস্তানের অভিযোগ, তাদের না জানিয়েই ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হয়েছিল।

পিসিবি চেয়ারম্যান চিঠিতে লিখেন, বৃষ্টির কারণে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন করার কথা ভাবা হয়েছিল। ম্যাচগুলো হাম্বানটোটাতে আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু ভারতের আপত্তিতে তা করা যায়নি। চ্যানেল২৪

পিসিবি চেয়ারম্যানের দাবি, মঙ্গলবার একটি বৈঠকে ঠিক হয় যে ম্যাচ কলম্বো থেকে সরে যাবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী হাম্বানটোটার পিচ প্রস্তুতকারক নিজেদের প্রস্তুতিও শুরু করেন। কিন্তু শেষ মুহূর্তে সব বদলে যায়। নেপাল ও শ্রীলঙ্কা ভারতের পাশে থাকায় হাম্বানটোটায় ম্যাচ আয়োজনের প্রস্তাব বাতিল হয় বলে অভিযোগ করেছেন আশরাফ। আয়োজক দেশকে না জানিয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতের কড়া সমালোচনা করেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া