adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে ১৬০ বিশ্বনেতার খোলাচিঠি, ড. ইউনূসের বিচারিক কার্যক্রম স্থগিত করতে আহ্বান

ডেস্ক রিপাের্ট: সোমবার (২৮ আগস্ট) শান্তিতে নোবেলজয়ী, অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর খোলাচিঠিতে এ আহবান জানিয়েছেন নোবেল বিজয়ীসহ ১৬০ জনেরও বেশি বিশ্বনেতা। সূত্র: ফিনান্সডট ইয়াহুডটকম/ডব্লিও ওয়াই এমটিডটকম

প্রটেক্ট ইউনূস ডটওয়ার্ড প্রেসডটকম জানায়, ‘প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ সম্বোধন করে চিঠিতে লেখা হয়েছে, আমরা নোবেল পুরস্কার বিজয়ী, নির্বাচিত কর্মকর্তা, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতার পাশাপাশি বাংলাদেশের বন্ধু হিসেবে লিখছি। ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে আপনাদের জাতি যেভাবে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে আমরা তার প্রশংসা করি।

তবে, সম্প্রতি বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি যে হুমকি দেখেছি তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি যে, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া এবং নির্বাচনে প্রশাসন দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের দুটি জাতীয় নির্বাচনে বৈধতার অভাব ছিল।

চিঠিতে বিশ্বনেতারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকারের প্রতি যে হুমকি আমাদের উদ্বিগ্ন করে তা হলো- নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের মামলা। আমরা উদ্বিগ্ন যে, সম্প্রতি তাকে টার্গেট করা হয়েছে। এটা ক্রমাগত বিচারিক হয়রানি বলেই আমাদের বিশ্বাস। এর আগে ৪০ জন বিশ্বনেতা তার নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন হয়ে আপনার কাছে যে আবেদন করেছিলেন এই চিঠিটি তার উপর ভিত্তি করে গড়ে তোলারই চেষ্টা।

বিশ্ব নেতারা গত মধ্য আগস্টে একটি আন্তর্জাতিক ল ফার্মের পর্যালোচনার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যাতে বলা হয়েছে, ‘অধ্যাপক ইউনূস এমন এক অপরাধে ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত হতে যাচ্ছে যা তিনি করেন নি এমন কি সেটার কোন অস্তিত্বই নেই। আসন্ন নির্বাচনকে ঘিরে ঘটনাবলী দ্রুত এগিয়ে যাচ্ছে যাতে ধারণা করা হচ্ছে ড. ইউনূসকে ওই নির্বাচনের আগে কারাগারে পাঠানো হতে পারে, এমন সব অভিযোগের ভিত্তিতে যার কোন ভিত্তি নেই এবং পুরো বিচারিক প্রক্রিয়াই অন্যায্য। বাংলাদেশে বিচারিক ব্যর্থতা নিয়মিত ঘটছে এবং রাষ্ট্রকে অবশ্যই এটা চলতে দেয়া উচিত হবে না।’

চিঠিতে বলা হয়, আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে, আপনি অবিলম্বে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত করুন। তারপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন বিশেষজ্ঞদের ভূমিকা রাখার সুযোগ সহ আপনার দেশের মধ্য থেকে নিরপেক্ষ বিচারকদের একটি প্যানেল দ্বারা অভিযোগের পর্যালোচনা করা হবে। আমরা নিশ্চিত যে, তার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী এবং শ্রম আইনের মামলাগুলোর যে কোনও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার করলে তিনি খালাস পাবেন।

প্রধানমন্ত্রী বরাবর চিঠিতে বলা হয়, আপনি জানেন যে, ‘কীভাবে সামাজিক ব্যবসার মাধ্যমে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ আন্তর্জাতিক অগ্রগতির জন্য একটি শক্তি হতে পারে’ এ নিয়ে প্রফেসর ইউনূসের কাজ আমাদের সকলের জন্য অনুপ্রেরণামূলক।’

সাম্প্রতিক দশকগুলোতে বাংলাদেশ এবং বাংলাদেশিরা কীভাবে বৈশ্বিক অগ্রগতিতে অবদান রেখেছেন তিনি তার একটি প্রধান উদাহরণ। আমরা আন্তরিকভাবে কামনা করি তিনি যেনো নিপীড়ন বা হয়রানি মুক্ত হয়ে তার উদ্ভাবনী কর্মকাণ্ড চালিয়ে যেতে সক্ষম হন।

চিঠিতে বলা হয়েছে, ‘আমরা আশা করি, আপনি এই আইনি সমস্যাগুলোর সমাধান একটি সমীচীন, নিরপেক্ষ এবং ন্যায়সংগত পদ্ধতিতে নিশ্চিত করবেন। এর পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন এবং সব ধরনের মানবাধিকারের প্রতি সম্মান (প্রদর্শন) নিশ্চিত করবেন।’

চিঠিতে সাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা প্রেসিডেন্ট, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের মতো ব্যক্তিত্ব। ওই চিঠিতে স্বাক্ষরকারীদের একজন, রেজাল্টস অ্যান্ড সিভিক কারেজের প্রতিষ্ঠাতা স্যাম ডেলি-হ্যারিস এক বিজ্ঞপ্তিতে চিঠিটি প্রকাশ করেছেন।

মাত্র ৭ জনের মধ্যে একজন নোবেল শান্তি পুরস্কার, মার্কিন কংগ্রেসনাল গোল্ড মেডেল ও মার্কিন প্রেসিডেন্টশিয়াল মেডেল অব ফ্রিডমপ্রাপ্ত অধ্যাপক ইউনূস ২০১০ সাল থেকে শেখ হাসিনা সরকারের আক্রমণের শিকার হচ্ছেন। ‘মোহাম্মদ ইউনূসের উপর আক্রমণ একটি কর্তৃত্ববাদী সরকারের কাছ থেকেই আশা করা হয়ে থাকে, বলেছেন রেজাল্টস অ্যান্ড সিভিক কারেজের প্রতিষ্ঠাতা স্যাম ডেলি-হ্যারিস। তিনি আরও বলেছেন, ‘যখন একটি সরকার সব পর্যায়ের ক্ষমতা, মিডিয়া, আদালত এবং পার্লামেন্ট নিয়ন্ত্রণ করে তখন সে ক্ষমতায় টিকে থাকতে যা ইচ্ছা তাই করে থাকে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া