adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইব্রেকারে জিতে ইউএস ওপেন কাপের ফাইনালে মেসির ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির ইন্টার মিয়ামি জিতেছে ভাগ্যের উপর ভর করে। নির্ধারিত সময়ের খেলায় তারা জয় পায়নি। তাই টাইব্রেকারে সৌভাগ্যপ্রসূত জয় নিয়ে ইউএস ওপেন কাপের ফাইনালে পৌঁছায় ইন্টার মিয়ামি। – গোল ডটকম

এদিন মেসির জোড়া অ্যাসিস্ট করার ম্যাচে এফসি সিনসিনাটির সাথে সেমিফাইনাল ম্যাচটি অতিরিক্ত সময়েও ৩-৩ গোলে সমতা থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলের জয় তুলে ফাইনালে জায়গা করে নেয় মেসির দল।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ইউএস ওপেন কাপের সেমিফাইনালে টিকিউএল স্টেডিয়ামে খেলতে নামে ইন্টার মিয়ামি ও সিনসিনাটি। এফসি সিনসিনাটির আতিথ্য নেয় মেসির ইন্টার মায়ামি। ঘরের মাঠে স্বাগতিক সমর্থকদের উন্মাদনা কাজে লাগিয়ে প্রথমার্ধে এগিয়ে যায় সিনসিনাটি। ১৮ মিনিটে টাইট অ্যাঙ্গেল থেকে লুসিয়ানো অ্যাকোস্তার গোলে এগিয়ে যায় সিনসিনাটি।

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুন করে স্বাগতিক ক্লাবটি। মায়ামি ভক্তদের হতাশায় ডুবিয়ে ৫৩ মিনিটে দুর্দান্ত গোলে সিনসিনাটির ব্যবধান দ্বিগুন করেন ব্র্যান্ডন ভাজকুয়েজ। তবে এরপর দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়ায় ‘টাটা’ মার্টিনোর দল। ৬৮ মিনিটে লিওনেস মেসির ফ্রিকিকে চমৎকার হেডে দলকে সমতায় ফেরান স্ট্রাইকার লিওনার্দো কাম্পানা। প্রথমার্ধের ইনজুরি সময়ে কাম্পানা আবারও সিনসিনাটির জালে বড় জড়ান। বলের যোগান দাতা সেই এলএমটেন। ২-২ স্কোর লাইনে ম্যাচ শেষ হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতে ম্যাচে প্রথমবার লিড নেয় মেসির দল। ৯৩ মিনিটে কাম্পানার অ্যাসিস্টে মিয়ামির হয়ে গোল করেন জোসেফ মার্তিনেজ। মায়ামি ভক্তরা যখন জয়ের স্বপ্নে বিভোর, তখনই সিনসিনাটিকে ১১৪ মিনিটে অনবদ্য এক গোলে সমতায় ফেরান ইউইয়া কুবো। অতিরিক্ত সময়ে স্কোর লাইন ৩-৩ থাকায় ফল নির্ধারণ হয় টাইব্রেকারে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া