adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকি!

আন্তর্জাতিক ডেস্ক: বোমা হামলার হুমকি থাকায় ফ্রান্সের আইফেল টাওয়ার থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে তল্লাশি চালিয়ে তেমন কিছু পাওয়া যায়নি।

বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বোমা হামলার হুমকির পর স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আইফেল টাওয়ারের নিচের তিনটি তলা এবং নিচের বর্গাকার জায়গা থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়।

পর্যটকদের সরিয়ে নেওয়ার পর সেখানে বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞসহ পুলিশের একটি দল ব্যাপক তল্লাশি চালায়। তবে অভিযানে বোমা হামলা হতে পারে এমন কোনো কিছু পাওয়া যায়নি।

এদিকে রয়টার্স জানায়, দুই ঘণ্টা পরেই পর্যটকদের জন্য পুনরায় আইফেল টাওয়ার খুলে দেওয়া হয়। সতর্ক সংকতেটি ভুল ছিল বলে জানিয়েছে সূত্র।

১৮৮৭ সালে মধ্য প্যারিসে আইফেল টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়। শেষ হয় ১৮৮৯ সালের ৩১ মার্চ। ওই বছরের বিশ্ব মেলার সময় প্রায় ২০ লাখ পর্যটক টাওয়ারটি পরিদর্শন করেন। এরপর ধীরে ধীরে এটি পর্যটকদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠে। গত বছর প্রায় ৬২ লাখ পর্যটক স্থাপনাটি দেখতে গিয়েছিল। সূত্র: এনডিটিভি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া