adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরাে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি রেকর্ড ৬৭৮ রােগী

নিজস্ব প্রতিবেদক: প্রতিনিয়ত দেশে বাড়ছে ডেঙ্গু রোগী। ঢাকার বাইরেও বড় সংখ্যক রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৬১ জনের মৃত্যু হলো।

এই ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৮ জন ডেঙ্গুরোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৯ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৯ জন। চলতি বছর একদিনে শনাক্তের রেকর্ড।

বর্তমানে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা হলো এক হাজার ৬৬৯ জন।
মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে গতকাল রবিবার ৪ জনের মৃত্যু এবং ৪৩৬ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৮ জন।

এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪২৯ জন ও ঢাকার বাইরের ২৪৯ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১৪১ জন। ঢাকায় ৫৯৩৬ এবং ঢাকার বাইরে ২২০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া