adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইমরান খানকে গ্রেপ্তার বেআইনি, ছেড়ে দেয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরানকে খানকে গ্রেপ্তার বেআইনি বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আল কাদির ট্রাস্ট মামলায় তাকে দ্রুত ছেড়ে দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। খবর জিও নিউজের

এর আগে সুপ্রিম কোর্ট ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেন। পরে ইমরান খানকে ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে হাজির করা হয়।

ইমরান খানকে আদালত প্রাঙ্গন থেকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তাতে পাকিস্তানের বিচাবিভাগের সম্মানহানি ঘটেছে। এমন মন্তব্য করেছেন দেশটির প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। তার এমন মন্তব্যের পরই ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা দেওয়া হয়।

ইমরান খানের গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে পিটিশন দায়ের করা হয়। এতে শুনানির জন্য প্রধান বিচারপতিসহ তিন সদস্যের একটি বেঞ্চ গঠন করা হয়। ওই তিন সদস্যের বেঞ্চে রয়েছে বিচারপতি আতাহার মিনাল্লাহ এবং বিচারপতি মুহাম্মাদ আলী। শুনানি শেষে প্রধান বিচারপতি ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ এবং তাকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দেন।

দুই মামলার জামিন নিতে গিয়ে গত ৯ মে গ্রেপ্তার হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করার পর রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়। নিষিদ্ধ করা হয় চারজনের বেশি জমায়েত।

অনাস্থা ভোটে ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগ করছেন ইমরান খান। সম্প্রতি তিনি অভিযোগ করেন, একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে হত্যার ষড়যন্ত্র করছেন। তার এমন অভিযোগে সেনাবাহিনী ক্ষোভ প্রকাশ করে সোমবার তাকে সতর্ক করে। সেনাবাহিনী সতর্ক করার পরদিনই ইমরান গ্রেপ্তার করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া