adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পাকিস্তান নিরাপদ : ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান। এ লক্ষ্যে নানা পদক্ষেপ হাতে নিচ্ছে পিসিবি। এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দুটি ম্যাচ লাহোরে অনুষ্ঠিত করার পরিকল্পনা করেছে বোর্ড। সেই দুটি ম্যাচে খেলার সম্মতি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। একইসঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য পাকিস্তানকে নিরাপদ বলে দাবি করেছেন তিনি।

২০০৯ সালে লাহোরে টিম শ্রীলঙ্কার ওপর জঙ্গি হামলার পর পাকিস্তানে মূলধারার ক্রিকেট নির্বাসিত। সংযুক্ত আরব আমিরাতের ভেন্যুগুলো তথাকথিত হোমগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে তারা। তবে তাতে দেশের ক্রিকেটের খুব একটা লাভ হচ্ছে না। পরিপ্রেক্ষিতে ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে যারপরনায় মরিয়া পিসিবি।

এর অংশ হিসেবে ইতিমধ্যে পাকিস্তানে সফর করেছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। পিএসএলের গেল আসরের ফাইনালও হয়েছে সেখানে। এবারও সেরকমই চিন্তা আছে বোর্ডের। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে পিএসএল-২০১৯ এর। আসছে ৯ ও ১০ মার্চ এ টুর্নামেন্টের দুটি ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে। তাতে খেলার সম্মতি দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তিনি মনে করেন, তার অংশগ্রহণ বিশ্বসেরা খেলোয়াড়দের পাকিস্তানে খেলতে উদ্ভুদ্ধ করবে।

বিবিসিকে দেয়া সাক্ষাতকারে ডি ভিলিয়ার্স বলেন, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে আমি সুযোগটি পাচ্ছি। কয়েক বছর আগে সেখানে যেতে ইচ্ছুক ছিলাম না। কারণ, আমরা সবাই চিন্তিত ছিলাম। তবে আমি মনে করছি, সেখানে যাওয়ার এটাই সঠিক সময়। আশা করি, সবকিছু উপভোগ করব। সেইসঙ্গে গোটা বিশ্বকে প্রমাণ করে দেখাতে পারব সফরের জন্য একসময়ের সন্ত্রাস কবলিত দেশটি এখন নিরাপদ। -বিবিসি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া