adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সিডনিতে সুইমিংপুলে হাঙর

SIDNYআন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনির পাম বিচের সাঁতার পুল থেকে একটি ছোটখাটো হাঙর উদ্ধার করা হয়েছে। তবে 'ডাসকি হোয়েলার' নামের হাঙরটির বয়স খুব কম হওয়ায় এটি তেমন বিপজ্জনক ছিল না।

বন্যপ্রাণী উদ্ধারকারীরা একটি জাল দিয়ে তিন ফুট আকৃতির হাঙরটিকে টেনে তুলে সমুদ্রে ছেড়ে দেয়। কিন্তু হাঙরটি সাঁতার পুলে কিভাবে এলো সেটা এখনও পরিষ্কার নয়।

স্থানীয়দের ধারণা, হাঙরটি উঁচু ঢেউয়ের কবলে পড়ে ছিটকে পুলে এসে পড়ে। তবে পুলে সাঁতার কাটতে আসা মানুষজনকে বেশ চমকে দেয় হাঙরের বাচ্চাটি।

জেনিফার হিল নামের স্থানীয় এক  বাসিন্দা  বলেন, তাকে যখন হাঙরটির ব্যাপারে সতর্ক করা হয় তখন তিনি পুলের ভেতরেই সাঁতার কাটছিলেন। আরেকজন নিয়মিত সাঁতারু কেবলই জলে নামবেন, এমন সময় তিনি নিচে তাকান এবং হাঙর! হাঙর! বলে চেঁচিয়ে ওঠেন।

রিটা ক্লুজ নামের এক দর্শনার্থী হাঙরটির ছবি তোলেন। তিনি বলেন, ‘হাঙরটি দেখে আমরা যতটা না ভীত ছিলাম, আমাদের দেখে ও তার চাইতে বেশী ভীত ছিল।’ সূত্রঃ বিবিসি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া