adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তর কোরিয়ার নতুন ড্রোন, যেকোনো মার্কিন বন্দরে আঘাত হানতে সক্ষম

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নতুন ড্রোন হতে পারে যুক্তরাষ্ট্রসহ শত্রুদের বড় বিপদের কারণ, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তাদের দাবি, এই ড্রোন ব্যবহার করে দক্ষিণ কোরিয়া ও জাপানের যেসব বন্দরে মার্কিন সেনা রয়েছে সবগুলোতে হামলা চালাতে পারবে পিয়ংইয়ং। বিশ্লেষকদের মত, বৈচিত্র্যময় পারমাণবিক অস্ত্রভাণ্ডার দেখিয়ে শত্রুদের হুমকি দিচ্ছে দেশটি। খবর রয়টার্সের।

নতুন প্রযুক্তির ড্রোনের পরীক্ষা চালিয়ে শত্রুদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে উত্তর কোরিয়া। পারমাণবিক হামলা চালাতে সক্ষম এই অস্ত্র পানির নিচ দিয়ে অনায়াসে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

বিশ্লেষকরা বলছেন, নতুন এই ড্রোনের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার যেসব বন্দরে মার্কিন সেনা রয়েছে প্রত্যেকটিতে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে কিম জং উনের দেশ। এমনকি জাহাজের মাধ্যমে বহন করা যায় বলে জাপানের বন্দরে থাকা মার্কিন সেনাদেরও খুব সহজেই লক্ষ্যবস্তু বানাতে পারবে বলেও মত তাদের।

ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের সহকারী অধ্যাপক কিম ডং ইউব উত্তর কোরিয়ার যেকোনো বন্দর থেকেই এই ড্রোন দক্ষিণ কোরিয়ার যেসব বন্দরে মার্কিন সেনাবাহিনী রয়েছে সবগুলোতে আঘাত হানতে পারবে। এছাড়া ড্রোনটি জাহাজে বহন করা যায়। কাজেই এটি সাধারণ জাহাজে লুকিয়ে জাপানের বন্দর ইউকোসুকাতেও নিক্ষেপ করা যাবে। যেখানে অবস্থান করছে মার্কিন সেনারা।

তিনি বলেন, এই ড্রোন শনাক্ত করা দুঃসাধ্য হবে। এছাড়া তেমন আওয়াজ না হওয়ার সম্ভাবনা প্রবল। ১১ বছর ধরে উত্তর কোরিয়া এই প্রকল্প নিয়ে কাজ করেছে। গেলো দুই বছরে অতি গোপনে অন্তত ৫০ বার পরীক্ষাও চালিয়েছে। আমি বলবো এই অস্ত্রটি বেশ শক্তিশালী।

বিশ্লেষকদের দাবি, প্রায় এক যুগ ধরে এই ড্রোন নিয়ে গবেষণা করছে পিয়ংইয়ং। অতি গোপনে অর্ধশতবার চালিয়েছে পরীক্ষাও।

এছাড়া দু’দিন আগেও পারমাণবিক হামলা চালাতে সক্ষম এমন ক্রুজ মিসাইলের মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। বিশ্লেষকরা বলছেন, একের পর মহড়া চালিয়ে নিজেদের বৈচিত্র্যময় পারমাণবিক অস্ত্রের সক্ষমতা দেখাচ্ছে দেশটি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া