adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনীতি থেকে তারেক রহমানের ‘চিরবিদায় কামনায়’ নাছির

ডেস্ক রিপাের্ট: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, তারেক রহমানকে রাজনীতি থেকে চিরবিদায় দিয়ে বিএনপি নির্বাচনে এলে জনগণ তাদের গ্রহণ করার কথা বিবেচনা করতে পারে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বিএনপির ক্ষমতার উৎস জনগণ নয়, ক্যান্টনমেন্ট। তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতা দখল করে বলেছিলেন, রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে তোলা হবে, মানি ইজ নো প্রবলেম। এ কারণে তারা ক্ষমতায় এসে কখনো জনগণের কল্যাণ চায়নি, বরং নিজেদের আখের গুছিয়েছে। তারা এখনও চায় অনির্বাচিত সরকার, কারণ এতেই তাদের সুবিধা হয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, ‘দণ্ডিত তারেক জিয়া একজন বেকার হয়েও লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছেন। তার বৈধ আয়ের কোনো উৎস নেই। চাঁদাবাজির টাকায় তিনি রাজসুখে আছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছেন। তারেক জিয়া নিজের মায়ের সঙ্গেও বেঈমানি করেছেন। অসুস্থ বেগম জিয়া যখন লন্ডনে ছিলেন তখন তাকে তারেক জিয়া নিজের বাড়িতে নেননি।’

তিনি আরও বলেন, ‘তারেক জিয়া জানেন তিনি দেশে ফিরতে পারবেন না। তাই তিনি চান না বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক এবং ক্ষমতায় আসুক। কিন্তু এই সত্যটি এখন বিএনপির অনেক নেতাই বোঝেন না, তারা শয়তান তারেক জিয়ার মুরিদ হয়েছেন। তারেক জিয়াকে রাজনীতি থেকে চিরবিদায় দিয়ে বিএনপি নির্বাচনে এলে, তখন হয়তো জনগণ তাদের গ্রহণ করবে কি না বিবেচনা করতে পারেন।’

শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দেন তার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাছির বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ পাকিস্তান হয়ে যাবে। বিএনপি স্বাধীনতায় বিশ্বাস করে না। তাদের প্রধান দোসর স্বাধীনতাবিরোধী জামাত। সুতরাং নিজেদের সকল সংকীর্ণতা পরিহার করে শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীক দেবেন, তার বিজয় সুনিশ্চিত করতে হবে।’

নগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে এবং চান্দগাঁও ওয়ার্ডের যুগ্ম আহবায়ক সাইফুদ্দীন খালেদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- নগর কমিটি সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মহিলাবিষয়ক সম্পাদক জোবাইরা নার্গিস খান, চান্দগাঁও ওয়ার্ডের আহ্বায়ক নুর মোহাম্মদ নুরু ও যুগ্ম আহ্বায়ক আইয়ূব খান, মোহরা ওয়ার্ডের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দীন চৌধুরী এবং চসিক কাউন্সিলর আশরাফুল আলম। – বিডিনিউজ টাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া