adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার কাছে হার দিয়ে বাংলাদেশের নারী বিশ্বকাপ শুরু

স্পোর্টস ডেস্ক: মাঠে নামার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন, আমাদের প্রত্যাশা বিশ্বকাপের সেমিফাইনালে খেলা। তার প্রত্যাশার শুরুতেই হোঁচট। শ্রীলঙ্কার কাছে নিজেদের প্রথম ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। জয় দিয়ে শুরু শুরু হলো না লাল সবুজদের। এক শ্রীলঙ্কান ব্যাটার হারশিথা সামারাভিক্রমার কাছেই যেনো হেরে গেলো জ্যোতিরা। জয়ের সুযোগ তৈরি করেও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত ৭ উইকেটে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করলো বাংলাদেশের মেয়েরা।

রোববার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান তুলতে সক্ষম হয় লাল-সবুজের মেয়েরা। জবাবে ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীর গতিতে রান তোলা শুরু করেন লঙ্কান দুই ওপেনার হারশিথা সামারাভিক্রমা ও চামারি আতাপাত্তু। বাংলাদেশি পেসার জাহানারা আলম প্রথম ওভারে দেন মাত্র ৩ রান। তবে দ্বিতীয় ওভারে হাত খোলার চেষ্টা করেন চামারি। তিনি সালমা খাতুনকে পরপর দুটি বলে চার মারেন।
দলীয় ১৭ রানে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভাঙে। ৩.৩ ওভারে মারুফা আক্তারের বলে লতা ম-লের হাতে ক্যাচ দিয়ে ফেরেন চামারি আতাপাত্তু। ১৭ বলে ১৫ রান করেন চামারি। ষষ্ঠ ওভারে বল করতে এসে জোড়া উইকেট পান মারুফা। এবার তিনি লঙ্কান ব্যাটসম্যান ভিষ্ণী গুনারতেœ ও আনুস্কা সঞ্জিবনীকে আউট করেন। ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা।

তবে এই চাপ থেকে দলকে উদ্ধার করার জন্য একাই লড়ে যান ওপেনার হারশিথা সামারাভিক্রমা। তাকে যোগ্য সঙ্গ দেন নিলাক্ষী ডি সিলভা। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়েন শ্রীলঙ্কান এই দুই ব্যাটার। হারশিথা ৫০ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন আর নিলাক্ষী করেন অপরাজিত ৩৮ বলে ৪১ রান।

এর আগে কেপটাউনের সাহারা পার্কে বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১২৬ রান তোলে। শেষ ৫ ওভারে বাংলাদেশ তোলে ৫ উইকেট হারিয়ে মাত্র ২৬ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন শোভানা মোস্তারি। ৩২ বলে ৫টি চারে তিনি এই রান করেন। ১৬তম ওভারে নিগার ৩৪ বলে ২৮ রানে আউট হন। একই ওভারে ফেরেন ১৩ বলে ১১ রান করা লতা। দু’জনের জুটি থেকে ৩৩ বলে ২৪ রান আসে। এই জুটি ভাঙার পরেই বাংলাদেশ ছন্দ হারিয়ে ফেলে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১২৬ রান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া