adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ব্যর্থ, বিএনপি আরও চরমভাবে ব্যর্থ : সেলিম

a-a-a-aনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘রাষ্ট্র পরিচালনায় বর্তমান আওয়ামী লীগ সরকার ব্যর্থ। বিরোধী দলের ভূমিকা পালনে বিএনপি আরও চরমভাবে ব্যর্থ।’

সেলিম বলেন, ‘বিএনপি যুদ্ধাপরাধী জামাতকে জোটসঙ্গী করেছে, সন্ত্রাসী কায়দায় মানুষ পুড়িয়ে হত্যা করে ক্ষমতায় যেতে চেয়েছে। ক্ষমতায় থাকাকালে তাদের দুর্নীতি-লুটপাট-দুঃশাসনের কথাও মানুষ ভুলে নাই। এই দলের ওপর জনগণের আস্থা নেই।’ 

‘বর্তমানে বিরোধী দলের ভূমিকা পালনের ক্ষেত্রে যে শূন্যতা বিরাজ করছে তা পূরণ করতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে প্রস্তুত করতে হবে। সেই অবস্থান থেকে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য প্রচেষ্টা নিতে হবে। সেজন্য আমরা দেশবাসীর সমর্থন ও সহযোগিতা চাই’ বলেন সেলিম।

দ্বিদলীয় রাজনৈতিক মেরুকরণ থেকে দেশবাসীকে মুক্ত করতে বাম বিকল্প গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন, ক্ষমতার লালসায় দেশের কথিত বড় দুটি রাজনৈতিক দল আজ ব্যভিচারে লিপ্ত। বর্তমান সরকার জনবান্ধব নয়, জনগণের শোষক। দেশবাসীকে এই শোষণের হাত থেকে রক্ষা করতে হবে। বাঁচার লড়াইয়ে বাম বিকল্প গড়ে তুলতে হবে।
শুক্রবার (২৮ অক্টোবর) সিপিবির একাদশ কংগ্রেস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসমাবেশে সিপিবি প্রধান সেলিম এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘৪৫ বছর অতিক্রান্ত হয়েছে, বহু সরকার এসেছে-গেছে। কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা ধারাকে এই দেশে প্রতিষ্ঠিত করা যায়নি। প্রতারিত হয়েছে জনগণ। জনগণ ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় গিয়ে পড়েছে। লুটেরা ধনিকশ্রেণির অনুগত রাজনৈতিক দলগুলো আজ বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি থেকে যোজন-যোজন দূরে চলে গেছে। যারা মুক্তিযুদ্ধের কথা বলে ক্ষমতায় এসেছে, তারাও মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে লুটেরা ধনবাদী ধারায় দেশ পরিচালনা করছে।’

সেলিম বলেন, ‘লুটপাটের ও রুগ্নতার এ রাজনীতির সুযোগ নিয়ে সাম্প্রদায়িকতা শেকড় গেড়েছে সমাজের প্রতিটি স্তরে। গণতান্ত্রিক চর্চা হারিয়ে যেতে বসেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হচ্ছে, মত-প্রকাশের ওপর বাধা আসছে। প্রগতিশীল জাতীয়তাবাদের বদলে সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী দেশসমূহের উপর দেশকে নির্ভরশীল করে তোলা হয়েছে।’
সিপিবি সভাপতি আরও বলেন, ‘বুর্জোয়া দলগুলো মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করেছে। কিন্তু আমাদের পার্টি সেই নীতি-আদর্শ থেকে একচুল বিচ্যুত হয়নি। ৪৫ বছরে নানা প্রতিকূলতা-সংকট, অত্যাচার-নির্যাতন হয়েছে। আমাদের কমরেডরা জেল খেটেছেন, অনেককে হত্যা করা হয়েছে, তবুও নিষ্ঠা ও একাগ্রতার সাথে মুক্তিযুদ্ধের সেই চেতনা-ধারাকে উর্ধ্বে তুলে ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের দেশের তরুণ প্রজন্ম ২০১৩ সালে দেশব্যাপী এক অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি করেছিল। কেবল যুদ্ধাপরাধীদের বিচার নয়, মূলত মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্রকে পরিচালিত করার দাবি তুলেছিল তরুণ প্রজন্ম।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা-ধারাকে ভুলুণ্ঠিত করা আমরা মেনে নেব না। অন্যরা সে ঝাণ্ডা পরিত্যাগ করতে পারে কিন্তু কমিউনিস্ট পার্টি মুক্তিযুদ্ধের চেতনা-ধারার ঝাণ্ডাকে নিয়ে এগিয়ে যাবে। সে সংগ্রামে নেতৃত্ব দেবে। গণমানুষ ও কমিউনিস্ট পার্টিই এখন মুক্তিযুদ্ধের চেতনা-ধারার আসল চ্যাম্পিয়ন।’

সেলিম আরও বলেন, ‘এক যুগসন্ধিক্ষণে আমরা কমিউনিস্ট পার্টির এবারের কংগ্রেস করতে যাচ্ছি। দেশে লুটপাটের রাজত্ব আগের মতই বহাল আছে, শোষণ-বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। মানুষ তার ভোটদানের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারটুকুও হারিয়েছে। শাসকদল আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে একতরফা নির্বাচনের মধ্য দিয়ে, ছলে বলে কৌশলে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে আছে। সংসদে গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করছে জাতীয় পার্টি। তারা সরকারেও আছে, আবার বিরোধীদলের চেয়ারে বসে জাতির সঙ্গে নাটক করছে।’

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য সিপিবির সাধারণ সম্পাদক কমরেড আবু জাফর আহমেদ, সিপিবির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মনজুরুল আহসান খান, জননেতা কমরেড জসিম মণ্ডলসহ প্রমুখ নেতৃবৃন্দ।

কংগ্রেসে ৯টি দেশের বিদেশি ডেলিগেটস সহ সিবিপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া