adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী দুদকের সাবেক কমিশনার

ডেস্ক রিপাের্ট: দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। এ জন্য রোববার (১২ ফেব্রুয়ারি) সিইসির সাথে দেখা করতে নির্বাচন কমিশনে এসেছে, আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। নেতৃত্বে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জানা গেছে, রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী দুদকের সাবেক কমিশনার মো: সাহাবুদ্দিন চুপ্পু। প্রতিদ্বন্দ্বী আর কোনো প্রার্থী না থাকলে আজই নিশ্চিত হয়ে যাবে তার পদ। – চ্যানেল২৪

ঘোষিত তফসিল অনুযায়ী, কাল মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রত্যাহার করা যাবে, ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত।

১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থায় ফেরার পর ক্ষমতাসীন দলের মনোনীত ব্যক্তিই রাষ্ট্রপতি হয়েছেন। পঞ্চম সংসদে মাত্র একবার রাষ্ট্রপতি পদে ভোটের প্রয়োজন পড়েছিল। ওই নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুর রহমান বিশ্বাস জয়ী হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন।

এ নির্বাচনে শুধু সংসদের সদস্যরাই ভোটার। চলমান একাদশ সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। ফলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীই হবেন পরবর্তী রাষ্ট্রপতি।

আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে। তবে সংবিধান অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ না নেওয়া পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতি নিজ পদে বহাল থাকবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া