adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম কারাগার : একদিনে জামিনে মুক্ত ৩৫০

ctgk-1425576792ডেস্ক রিপোর্ট : আদালত থেকে জামিন পেয়ে চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার থেকে একদিনে মুক্তি পেয়েছে বিভিন্ন মামলার সাড়ে তিন শতাধিক আসামি। বৃহস্পতিবার সকালে ও বিকেলে দুই দফায় এসব আসামি কারামুক্ত হয়। এর আগে বুধবার ও বৃহস্পতিবার আদালত থেকে এসব আসামি জামিন পান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডিপুটি জেলার মনির হোসেন জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার সকালে ১৩০ জন এবং বিকেলে ২২৭ জন আসামি জামিনে মুক্ত হয়েছেন। আদালত থেকে জামিননামা কারাগারে পৌঁছানোর পর এসব আসামিকে মুক্তি দেওয়া হয়। আদালত সূত্র জানায়, হরতাল অবরোধে আইনজীবীরা আদালতের কার্যক্রমে অংশ না নেওয়ায় গত দুই মাস ধরে আদালতে কোনো জামিন শুনানি হয়নি। ফলে জামিনযোগ্য মামলায় কারাগারে বন্দি থাকা বিপুল সংখ্যক আসামি কারাবন্দি ছিলেন। বুধবার থেকে হরতালের মধ্যেও আইনজীবীরা আদালতের নিয়মিত কার্যক্রমে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় চট্টগ্রাম আদালত পুরোদমে সচল হয়। এতে বুধবার এবং বৃহস্পতিবার দুই দিনে চট্টগ্রামের বিভিন্ন আদালত থেকে ১ হাজারের বেশি আসামি জামিন পেয়েছেন। এ ছাড়া ৭ হাজারের বেশি জামিনের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া