adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্টিনেজ বাড়াবাড়ি করছেন, আর্জেন্টাইন গোলকিপারের বিরুদ্ধে ফ্রান্সের নালিশ

স্পোর্টস ডেস্ক: ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে উপহাস করে চলেছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তার এই বাড়াবাড়ি নিয়ে এবার নড়েচড়ে বসল ফরাসি ফুটবল সংস্থা। ফ্রেঞ্চ এফএর প্রেসিডেন্ট নোয়েল লে গ্রায়েত সরকারি চিঠি পাঠিয়েছেন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়াকে। নোয়েল বলেছেন, আর্জেন্টাইন ফেডারেশনের প্রেসিডেন্টকে আমি নালিশ জানিয়েছি।

ফাইনালের আগে থেকে এমবাপ্পে ও মার্টিনেজের মধ্যে কথার লড়াই চলছিলো। এমবাপ্পে বলেছিলেন, লাতিন ফুটবল তিনি পছন্দ করেন না। তার উত্তরে মার্টিনেজ ফাইনালের আগে বলেছিলেন, এমবাপ্পে ফুটবলটাই বোঝে না। টাইব্রেকারে ফ্রান্স ফাইনাল হেরে যাওয়ার পরে মার্টিনেজ গিয়ে সান্ত¡না জানান এমবাপ্পেকে। পরে দেশে ফিরে মার্টিনেজ ফের আক্রমণ করেন এমবাপ্পেকে। আর্জেন্টিনার বিজয়োৎসবে মার্টিনেজের হাতে পুতুল এমবাপ্পে দেখা যায়। তা নিয়েও বিতর্ক চলে। মার্টিনেজের এই বাড়াবাড়ি একেবারেই পছন্দ হয়নি ফ্রান্স ফুটবল সংস্থার প্রেসিডেন্টের। – সংবাদপ্রতিদিন

পেনাল্টি শুট আউটের সময়েও মার্টিনেজ বারংবার ফরাসি ফুটবলারদের বিরক্ত করছিলেন। এগিয়ে এসে রেফারির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন তিনি। রেফারিকে বলার চেষ্টা করছিলেন, বলটা ঠিকমতো পেনাল্টি স্পটে বসানো হয়েছে কিনা। ফরাসি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট নোয়েল বলেন, বল ছুঁড়ে দেওয়া অত্যন্ত নিন্দনীয় কাজ। মনস্তাত্বিক যুদ্ধ এবং ঘটনার উত্তেজনায় অনেকেই অনেক কিছু করে ফেলতে পারে। এটা আমিও বুঝতে পারি। কিন্তু এহেন কাজকে সমর্থন করা যায় না।
ফ্রান্সের চুয়ামেনি যখন পেনাল্টি মারতে আসেন, মার্টিনেজ এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে চুয়োমেনিকে শট নিতে আসতে দেখেই পেনাল্টি স্পটে চলে যান আর্জেন্টাইন গোলরক্ষক। বলটা তুলে নেন নিজের হাতে। বল হাতে নিয়ে সমর্থকদের তাতাতে থাকেন। তার পর বলটা চুয়োমেনিকে না দিয়ে ছুড়ে দেন অনেকটা দূরে। চুয়োমেনি বল নিয়ে এসে পেনাল্টি মারেন। সেই শট থেকে গোল করতে পারেননি চুয়োমেনি।

ফ্রান্সের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয়েছিল মার্টিনেজ বিশ্বকাপ জেতার মরিয়া চেষ্টা করছিলো। কয়েক গজ দূরে কেবল বলটা ও ছোঁড়েনি, ১৫-২০ গজ দূরে বলটা ছুঁড়ে দিয়েছিল মার্টিনেজ। চুয়োমেনির জন্য সত্যিই খারাপ লাগছিল ওই মুহূর্তে।
এদিকে ফরাসি ক্রীড়ামন্ত্রী অ্যামিলি অউদিয়া কাসটেরাও আর্জেন্টাইন গোলকিপারকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আর্জেন্টিনার ক্রীড়ামন্ত্রীর সঙ্গেও তিনি কথা বলবেন বলে জানিয়েছেন। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া