adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কিষানের ডাবল সেঞ্চুরিতে রেকর্ড গড়া জয়ে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়ালো ভারত

নিজস্ব প্রতিবেদক: ভারতকে হোয়াইটওয়াশ করা হলো না বাংলাদেশের। আগেই সফরকারীদের ২-০তে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছিলো লিটন-সাকিবরা। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ ভারতের গড়া রান পাহাড়ের পেছনে ছুঁটতে গিয়ে লিটনবাহিনী সামনের দিকে এগোতে পারনি। ৪১০ রানের টার্গেটে খেলতে নেমে ৩৪ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ভারত ম্যাচ জিতে রেকর্ড ২২৭ রানের বড় ব্যবধানে।

এই জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়ালো ভারত। এদিন স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ রান করেন সাকিব (৪৩)। এদিন কিষান ম্যান অব দ্য ম্যাচ হলেও সিরিজ সেরার মুকুট নিয়েছে মেহেদী হাসান মিরাজ।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৪০৯ রান সংগ্রহ করে ভারত। এটাই দেশের মাটিতে কোনো সফরকারী দলের সর্বাধিক রানের ইনিংস। বাংলাদেশের কাছে ২-০তে সিরিজ হারের পর তৃতীয় ও শেষ ম্যাচে রান পাহাড়ের চূড়ায় বসলো লোকেশ রাহুলের দল। এই রান পাহাড়ের মূল কারিগড় ভারতের তরুণ ক্রিকেটার ইশান কিষান। দুর্দান্ত ব্যাটিংয়ে তিনি করেছেন ডাবল শতক। সঙ্গে আরো একটি শতক হাকিয়েছেন বিরাট কোহলি। বাংলাদেশের বোলারদের পিটিয়ে ১৩১ বলে ২১০ রানের নান্দনিক ইনিংস খেলেন কিষান। এই ডাবল সেঞ্চুরি করা পথে তিনি বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন।

ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি মোট ৯টি। তাদের মধ্যে দ্রুততম ইশান কিষানই। ১২৬ বল খেলে দুইশ ছুঁয়ে তিনি অনেকটা ব্যবধানে পেছনে ফেলেন ক্রিস গেইলকে। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে গেইল ডাবল সেঞ্চুরি করেন ১৩৮ বলে। ২৪ বছর ১৪৫ দিন বয়সে ডাবল সেঞ্চুরি করলেন কিষান। তার চেয়ে কম বয়সে এই মাইলফলক ছুঁঁতে পারেননি আর কেউ। কিষান পেছনে ফেলেন ওয়ানডে দলে তার নিয়মিত অধিনায়ককে। রোহিত শর্মা তার তিন ডাবল সেঞ্চুরির প্রথমটি করেন ২৬ বছর ১৮৬ দিন বয়সে।
বাংলাদেশের বিপক্ষে এক ওয়ানডেতে সবচেয়ে বেশি বাউন্ডারির রেকর্ডও নিজের করে নিয়েছেন ইশান কিষান। তার ইনিংসে বাউন্ডারি ছিল এ দিন ২৪টি। শ্রীলঙ্কার তিলকরতেœ দিলশান আগের রেকর্ডটি করেছিলেন ২২ বাউন্ডারিতে।

এদিন দলীয় ১৫ রানে ওপেনার শিখর ধাওয়ানকে হারায় ভারত। ৮ বলে ৩ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন তিনি। এরপর তৃতীয় উইকেটে ইশান কিষান ও বিরাট কোহলি গড়েন ২৯০ রানের জুটি। ১৩১ বলে ২১০ রান করে থামেন ইশান। তার ইনিংসে রয়েছে ১০টি ছক্কা ও ২৪টি চার। কোহলিও তুলে নেন ক্যারিয়ারের ৭২তম শতক। ৯১ বলে ১১৩ রান করে সাকিবের শিকার হন কোহলি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া