adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থমন্ত্রী বললেন -সিকদার গ্রুপ ১৪২ তলার কাজ পেতে ‘মামাদের’ দ্বারস্থ

TOWERনিজস্ব প্রতিবেদক : পূর্বাচলে ১৪২ তলা টাওয়ার নির্মাণের দরপত্রে অংশ নিয়ে কাজ পেতে সিকদার গ্রুপ ক্ষমতাবানদের তদবির করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার সবিচালয় সাংবাদিকদের এ কথা জানিয়ে মুহিত বলেন, এই প্রতিষ্ঠানটির তিন-চার তলার বেশি ভবন নির্মাণের অভিজ্ঞতা নেই। তবু এই অঞ্চলের সবচেয়ে উঁচু ভবনটির নির্মাণ কাজ পেতে চাইছে তারা।

রাজধানীর পূর্বাচনে এই অতিকায় টাওয়ার নির্মাণ করতে চাইছে সরকার। এরই মধ্যে আহ্বান করা হয়েছে দরপত্র।

এই দরপত্রে সিকদার গ্রুপের অংশগ্রহণের তথ্য জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এ কাজে শেয়ার পাওয়ার জন্য প্রতিষ্ঠানটি মামাদের ব্যবহার করছে।’

উচ্চতার দিক থেকে বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি হচ্ছে দুবাইয়ের ১৬৫ তলার বুর্জ আল খলিফা। পূর্বাচলে পরিকল্পিত টাওয়ারটি নির্মাণ হলে বাংলাদেশের এই ভবনটিও বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের একটি হবে।

আইকনিক টাওয়ার নির্মাণে ২০১৬ সালের ১২ জুন অর্থ মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান কেপিসি গ্রুপের সঙ্গে চুক্তির কথা ছিল। কেপিসি গ্রুপের কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত কালী প্রদীপ চৌধুরী চুক্তির জন্য একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকাতেও এসেছিলেন। কিন্তু ‘অনিবার্য কারণে’ চুক্তি হয়নি সেদিন।

টাওয়ারটি নির্মাণ প্রকল্প কোন পর্যায়ে আছে-এমন প্রশ্নে মুহিত বলেন, ‘এ বিষয়ে টেন্ডার আহ্বান করা হয়েছিল। সেখানে কেপিসি গ্রুপসহ বাংলাদেশি প্রতিষ্ঠান সিকদার গ্রুপ অংশগ্রহণ করেছে। কিন্তু মজার বিষয় হলো সিকদার গ্রুপের তিন-চার তলা ভবনের চেয়ে বড় ভবন তৈরির কোনো অভিজ্ঞতা নেই।’

‘তাই এ টেন্ডার থেকে সিকদার গ্রুপকে খুব সহজেই সরিয়ে দেয়া যায়। কিন্তু তাদের মামা-টামার জোর খুব বড়। এসব ব্যবহার করে তারা মনে হয় আইকনিক টাওয়ার তৈরিতে কিছু শেয়ার চায়। বিষয়টি এখন এ অবস্থাতেই রয়েছে।’

অন্য এক প্রশ্নের জবাব অর্থমন্ত্রী বলেন, ‘গত ১০ বছরে দেশে দারিদ্র্য কমেছে প্রায় ১০ শতাংশ। এটা খুব বড় অর্জন। আগামী ২০২৪ সাল নাগাদ দেশে গরিব মানুষ থাকবে না।’

আর  এর জন্য আরও একবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানো প্রয়োজন বলে মনে করেন অর্থমন্ত্রী। তা না হলে এসব অর্জনের গতি মন্থর হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া