adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুধু গোলকিপার নিয়ে কাতারে পৌঁছালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: টিওয়াইসি স্পোর্টস বলছে, লিওনেল স্ক্যালোনির নেতৃত্বে আর্জেন্টিনার কোচিং স্টাফ এরই মধ্যে কাতারে পৌঁছে গেছে, সঙ্গে একমাত্র খেলোয়াড় গোলকিপার ফ্রাঙ্কো আরমানি। জানা গেছে, বিশ্বকাপে আর্জেন্টিনা দল থাকবে কাতার বিশ্ববিদ্যালয়ে। সেখানেই উঠেছেন স্কালোনি ও তার দল।

আগামী সপ্তাহে বেশিরভাগ খেলোয়াড় কাতারে পা রাখতে শুরু করবেন। ১৬ নভেম্বর আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মেসিরা। – গোল ডটকম

বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৪৬ জনের প্রাথমিক দল কাটছাঁট করে ৩১ জনে নিয়ে এসেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। ১৪ নভেম্বরের আগে আরও ৫ জন বাদ দিয়ে ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

জানা গেছে, এরইমধ্যে ৩১ জনের দল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) জমা দিয়েছেন স্ক্যালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম বলছে, কাতারে যাওয়ার আগে এএফএর কাছে ৩১ জনের দল দিয়ে গেছেন স্কালোনি। কয়েকজন খেলোয়াড়ের জন্য অপেক্ষা করতে শেষ সময়ের সুযোগটি নিচ্ছেন আর্জেন্টাইন কোচ।
কদিন আগে আর্জেন্টাইন ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টিএনটি স্পোর্টসের সাংবাদিক আর্তুরো বুলিয়ান আর্জেন্টিনার ৩৫ সদস্যের প্রাথমিক দল ফাঁস করেছেন। তার দাবি করা সেই দলটার সঙ্গেও মিল রয়েছে বর্তমান ৩১ সদস্যের দলটার।

এদিকে ফিফার টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রাথমিক তালিকার খেলোয়াড়দের মধ্য থেকেই নির্বাচন করতে হবে চূড়ান্ত স্কোয়াড। পরবর্তী তিন সপ্তাহে এর বাইরে থেকে কাউকে দলে নেয়ার সুযোগ নেই।
আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে দলটির অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া