adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এরশাদ বললেন -রাজনীতিবিদরা এখন সবচেয়ে ঘৃণিত

ERSHEDডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এখন দেশে রাজনীতি বলতে কিছু নেই। সবচেয়ে ঘৃণিত এখন রাজনীতিবিদেরা। আগে মানুষ রাজনীতিবিদদের সম্মান করতো, এখন ট্যারা চোখে দেখে এবং বলে লোকটা রাজনীতি করে।

২৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় এরশাদ এসব কথা বলেন।

এরশাদ বলেন, বর্তমানে দেশ মহাসংকটময় সময় পার করছে। এর থেকে উত্তরণে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই।

তিনি সাম্প্রতিক সময়ে দেশের আলোচিত তনু হত্যার তীব্র সমালোচনা করে বলেন, দেশে বর্তমানে শিশু, নারী ধর্ষণ ও হত্যা বেড়ে গেছে। যদি এ অপরাধের বিচার হতো, সাজা হতো ও দোষীদের আদালতে যেতে হতো তাহলে এসব হতো না।

এরশাদ বলেন, ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা লুট হয়েছে, কিন্তু এজন্য কারো বিচার হয়নি বা হবে না। নজিরবিহীনভাবে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লুট হচ্ছে, এসব টাকা আমার দেশের মানুষের, কিন্তু এজন্যও কোনো বিচার হবে না।

এর আগে এরশাদ বিকাল ৪টায় লালমনিরহাটে পৌঁছলে জাতীয় পার্টির হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি জিএম কাদেরকে সভাপতি ও মাহবুবুল আলম মিঠুকে সাধারণ সম্পাদক করে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন।

দীর্ঘ ছয় বছর পর লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সদস্যসচিব অধ্যক্ষ মাহবুবুল আলম মিঠুর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় কমিটির সদস্য রোকন উদ্দিন বাবুল, রংপুর মহানগর কমিটির আহ্বায়ক গেলাম মোস্তফা, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক এসকে খাজা মঈনুদ্দিন প্রমুখ।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া