adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতা কাপ ফুটবলের মূলপর্ব ১৩ নভেম্বর শুরু

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে স্বাধীনতা কাপের মূল পর্ব। এর আগে ৫ ও ৬ নভেম্বর হবে বাছাইপর্ব। ২০২২-২৩ মৌসুমের শুরুর আসরকে সামনে রেখে গত সোমবার অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ড্র। বি’ গ্রুপে জায়গা পেয়েছে বসুন্ধরা কিংস। তাদের সঙ্গী চট্টগ্রাম আবাহনী, আজমপুর ফুটবল ক্লাব উত্তরা ও ফকিরেরপুল ইয়ংমেন্স। প্রথমবার এবারের আসর হবে ঢাকার বাইরে। মুন্সিগঞ্জ, কুমিল্লা ও গোপালগঞ্জ-তিনটি ভেন্যুতে হবে সবগুলো ম্যাচ।

প্রিমিয়ার লিগের ১১ দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। এরমধ্যে আছে চ্যাম্পিয়নশিপ লিগের গত আসরের চ্যাম্পিয়ন ফর্টিস এফসি ও আজমপুর ফুটবল ক্লাব উত্তরা। এছাড়া চ্যাম্পিয়নশিপ লিগ থেকে সরাসরি সুযোগ পেয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স, বাফুফে এলিট একাডেমি ও উত্তরা এফসি।

বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনী-এই তিন সার্ভিসেস দল ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দল লিটল ফ্রেন্ডস বাছাইয়ে মুখোমুখি হবে। সেরা দুই দল পাবে মূল পর্বে খেলার টিকেট।
এ-গ্রুপ: মোহামেডান, শেখ রাসেল ক্রীড়া চক্র, ফর্টিস এফসি ও বাছাই থেকে আসা দল।
বি-গ্রুপ: বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, আজমপুর ফুটবল ক্লাব উত্তরা ও ফকিরেরপুল ইয়ংমেন্স
সি-গ্রুপ: আবাহনী লিমিটেড, মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ, উত্তরা এএফসি ও বাছাই থেকে আসা দল।
ডি-গ্রুপ: শেখ জামাল ধানমন্ডি ক্লাব, পুলিশ এফসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও বাফুফে এলিট একাডেমি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া