adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমি আর বাঁচবো না, তোমরা আমাকে বিদায় দাও :আবদুল কাদের

KADERডেস্ক রিপোর্ট : ‘তোমরা আমাকে মাফ করে দাও, আমি আর বাঁচবো না, তোমরা আমাকে বিদায় দাও’- এই কথাগুলো আবেগতাড়িত কণ্ঠে বলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সাংসদ কর্ণেল (অব.) ডা. আবদুল কাদের খান।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কাদের খানের ছোট ভাইয়ের স্ত্রী ফিরোজা বেগম এ কথা জানান। এদিকে ফিরোজা বেগমের স্বামী ইফসুফ খান ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

অস্ত্রের খোঁজে গত বুধবার রাতে কাদের খানকে সাথে নিয়ে তার গ্রামের বাড়ি পশ্চিম ছাপড়হাটির খানপাড়া গ্রামে যায় পুলিশ। সেখানে কাদের খান তার ছোট ভাইয়ের স্ত্রী ফিরোজা বেগমকে দেখে কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘তোমরা আমাকে মাফ করে দাও, আমি আর বাঁচবো না, তোমরা আমাকে বিদায় দাও। আমি হয়তো আর কখনো এ বাড়িতে আসবো না’- এই কথাগুলো বলেছিলেন বলে জানান ফিরোজা বেগম।

ফিরোজা বেগম আরও বলেন, ‘সেদিন রাতে কাদের খান পুলিশকে উদ্দেশ্য করে  বলেছিলেন, পরিবারের কাউকে জিজ্ঞাসাবাদ করবেন না, তারা কেউ কিছু জানে না।’

এদিকে আবদুল কাদের খান শনিবার আদালতে এমপি লিটন হত্যার ঘটনার বর্ননা দিয়ে বিকেল ৩টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ জানিয়েছেন আব্দুল কাদের খান স্বীকারোক্তিতে নিজেকে হত্যার সাথে সম্পৃক্ত আছেন বলে আদালতে বলেছেন। এছাড়া এমপি হওয়ার লোভ থেকেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি। হত্যাকাণ্ডের সংগে জড়িত আরও ৪ জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। সেহেতু এ মামলার চার্জশিট আগামী ১৫ দিনের মধ্যে দেয়া সম্ভব হবে।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি : সাবেক জাতীয় পার্টির এমপি ডা. কাদের খানকে গত বুধবার ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে নিয়ে তাকে এমপি লিটন হত্যাকাণ্ডের বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ৩ দিনের মাথায় শনিবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি জানান। পরে বিকেল ৩টায় তাকে গাইবান্ধার বিচারিক হাকিম জয়নাল আবেদীনের আদালতে তোলা হয়। সেখানে জবানবন্দি গ্রহণ শেষে  কাদের খানকে কারাগারে পাঠানো হয়।

রাজনীতি শুরু :  গাইবান্ধার সুন্দরগঞ্জের প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিলাসবহুল দ্বিতল বাড়িটির মালিক জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য অব. কর্নেল ডা. আব্দুল কাদের খান।

বগুড়াতেও একটি বহুতল ভবন আছে তার। সেই ভবনে তার বাড়ি ও  গরীব শাহ নামে একটি ক্লিনিকও আছে। ২০০৪ সালে সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর ২০০৮ সালে জাতীয় পার্টির টিকেটে সংসদ নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হন তিনি। পরে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে ওই আসনে সাংসদ নির্বাচিত হন মনজুরুল ইসলাম লিটন।
 
স্থানীয়রা জানায়, শুধুমাত্র গাইবান্ধায় তার জমি রয়েছে ৩৫ একরের বেশি। আর বগুড়ার বাড়ি তৈরি করা হয়েছে এক একর জমির উপর। কিন্তু এসব সম্পত্তির তথ্য গোপন করে ২০১৪ সালে নির্বাচন কমিশনে তার দেয়া হলফনামায় স্থাবর অস্থাবর মিলিয়ে তার সম্পদের পরিমাণ দেখিয়েছেন মাত্র ১ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার। আর তার স্ত্রীর সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৬৯ লাখ টাকা। বিত্তশালী এই মানুষটির বিরুদ্ধে ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগও রয়েছে দুদকের কাছে। সবশেষ সংসদ সদস্য লিটন হত্যা মামলার তদন্তে এভাবেই উঠে আসে কাদের খানের নাম। কর্নেল কাদের খানের শুধু কি ক্ষমতা-আধিপত্য আর এমপি হওয়ার লোভ। না আরও অন্য কিছু আছে এই এমপি লিটন খুনের পিছনে।  আব্দুল কাদের আরও কোন অপরাধের সঙ্গে জড়িত কি না তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 
আবদুল কাদের খান পাঁচ ভাই পাঁচ বোনের মধ্যে তৃতীয়। তার বাবা এলাকায় প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন। আবদুল কাদের খানের স্ত্রী গাইনী বিশেষজ্ঞ ডাক্তার।একমাত্র ছেলে ঢাকা মেডিকেলের শিক্ষার্থী। স্বামী এবং স্ত্রী দুইজনে ক্লিনিকটি পরিচালনা করতেন।
 
বাড়ির তত্ত্বাবধায়ক শামীম নিখোঁজ : আবদুল কাদের খানের বাড়ির তত্ত্বাবধায়ক শামীম মন্ডলকে গত ১৫ ফেব্রুয়ারি থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শামীম মন্ডলের বাড়ি সুন্দরগঞ্জের উত্তর রাজিবপুর গ্রামে। দুপুরে ওই গ্রামে শামীমের বাবা মহর আলী মন্ডল বলেন, ‘গত ১৫ ফেব্রুয়ারি শামীম মাছ বিক্রি করতে সদর উপজেলার দারিয়াপুর বাজারে যায়। পরে বাড়ি ফেরার পথে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছাপড়হাটি ইউনিয়নের মন্ডলেরহাট এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায়। এরপর সুন্দরগঞ্জ থানা ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়েও তার কোন খোঁজ পাইনি।’

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, ‘শামীমের ব্যাপারে আমরা কিছু জানি না।’

প্রসঙ্গত, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ৭টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদি হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ১ ডিসেম্বর সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ জামায়াত বিএনপির প্রায় দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে আবদুল কাদের খান, রানা, শাহীন, হান্নান ও মেহেদীসহ ২৮ জনকে সাংসদ লিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বাকিদের বিভিন্ন সময়ে সুন্দরগঞ্জে সংঘটিত নাশকতার মামলায় জেল হাজতে পাঠানো হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া