adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাগর উত্তাল – পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টি

ডেস্ক রিপাের্ট : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীসহ পুরো উপকূলজুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি ও থেমে থেমে দমকা বাতাস হচ্ছিল। তবে সকাল ৯টার পর বৃষ্টি ও বাতাস কিছুটা কমে আসে।

স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মাহবুবা সুখী জানান, গত ২৪ ঘণ্টায় ৮৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দরকে ৩ নম্বর এবং নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি।

এদিকে, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। গভীর সমুদ্র ও সাগর মোহনায় মাছ ধরার ট্রলারগুলো কুয়াকাটার আলিপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এবং রাঙ্গাবালীর চরমোন্তাজ ও মৌডুবি মৎস্য কেন্দ্রে নিরাপদ আশ্রয় রয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজ বলেন, সাগরে নিম্নচাপ সৃষ্টির পরই জেলেরা তীরে ফিরে এসেছে। বর্তমানে সাগরে কোনো ট্রলার নেই। ইলিশ শিকার বন্ধ রয়েছে।

অন্যদিকে, জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেলেও সোমবারের চেয়ে কম হয়েছে। তবে, অবিরাম ও মুষলধারে বৃষ্টিতে নিম্নাঞ্চল

তলিয়ে গেছে এবং কোথায়ও কোথায়ও স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া