adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

হঠাত ১৬ ওয়ার্ডে প্রার্থী পরিবর্তন বিএনপি’র

1429211483MTnews ডেস্ক রিপোর্ট : ঢাকা উত্তর-দক্ষিণের ১৬ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী পরিবর্তন করেছে ‘আদর্শ ঢাকা আন্দোলন’। বিএনপির সমর্থনের ভিত্তিতে গত ১০ই এপ্রিল সাধারণ কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করেছিল আদর্শ ঢাকা আন্দোলন। পরে তৃনমূল নেতাকর্মীদের মতামত ও বঞ্চিতদের আবেদনের প্রেক্ষিতে বিচার-বিশ্লেষণ করে ১৪টি সাধারণ ও ২টি সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত সংশোধিত তালিকা প্রকাশ করেছে সংগঠনটি।

গতকাল বৃহস্পতিবার রাতে আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ ও সদস্য সচিব শওকত মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে পরিবর্তনের এ তথ্য জানানো হয়। এছাড়া প্রথমবার প্রকাশিত তালিকায় উন্মুক্ত রাখা কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন দেয়া হয়েছে। তবে চূড়ান্ত তালিকায়ও সাধারণ কাউন্সিলর পদে ৫টি ও নারী কাউন্সিলর পদে ১টি উন্মুক্ত রাখা হয়েছে। ‘আদর্শ ঢাকা আন্দোলন’-এর চূড়ান্ত তালিকায় যেসব ওয়ার্ডে পরিবর্তন এসেছে সেগুলো হলো-

ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাধারণ ১ নম্বর ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান সেগুনের বদলে মো. কফিল উদ্দিন, ৭ নম্বরে রবিউল আউয়ার সোহেলের বদলে দেলোয়ার হোসেন দুলু, ১২ নম্বরে বাবুল আক্তারের বদলে রুনা আক্তার, ১৫ নম্বরে লিয়াকত আলীর বদলে বাবুল শিকদার, ২৫ নম্বরে সাইফুল আলম কাজলের বদলে মুন্সি ওয়াদুদ, ২৬ নম্বরে নবী সোলায়মান, ২৮ নম্বরে প্রিন্সিপাল আবদুস সাত্তারের বদলে আফতাবউদ্দিন জসিম, ৩৫ নম্বরে শেখ আমির হোসেনের বদলে শরমিলা ইমাম, ঢাকা দক্ষিন সিটি করপোরেশনে সাধারণ ৭ নম্বর ওয়ার্ডে শামসুল হুদা কাজলের বদলে এজিএম মোস্তফা বাদশা, ১৫ নম্বরে আবুল খায়ের বাবুল, ১৬ নম্বরে সিরাজুল ইসলামের বদলে জাফর মোহাম্মদ সাদেকুর রহমান, ২০ নম্বরে জাহিদ হোসেন নোয়াব, ২২ নম্বরে উন্মুক্ত, ২৪ নম্বরে শফিউদ্দিন আহমেদ সেন্টু, ২৮ নম্বরে উম্মে খাদিজা পারভেজের বদলে আনোয়ার পারভেজ বাদল, ৩৪ নম্বরে মো. মামুনের বদলে হাজী আবেদউদ্দিন আহমেদ, ৩৬ নম্বরে উন্মুক্ত, ৩৯ নম্বরে উন্মুক্ত, ৪২ নম্বর উন্মুক্ত, ৪৯ নম্বরে খালিকুজ্জামান চৌধুরী, ৫১ নম্বরে নাজির আহমেদ মিয়ার বদলে উন্মুক্ত, ৫৪ নম্বরে মোজাম্মেল হোসেন, ৫৫ নম্বরে হাজী মো. শহীদুল্লাহর বদলে শহীদুল হক ও ৫৬ নম্বরে হাজী আবদুল বাতেনের বদলে মো. নাঈম। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ নম্বর ওয়ার্ডে (৮, ৯, ১০) হোসনে আরা বেগমের বদলে মমতাজ বেগম মম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ নম্বর ওয়ার্ডে (২৯, ৩০, ৩১) রীনা নাসির মাধবীর বদলে ফারহানা ইয়াসমিন আতিকাকে সমর্থন দেয়ার পাশাপাশি ঢাকা দক্ষিণের ৭ নম্বর ওয়ার্ডে (১৪, ১৫, ১৮) উন্মুক্ত রাখা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া