adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ভারতের নতুন সরকারের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তান প্রস্তুত’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নতুন সরকারের সঙ্গে যে কোনো ধরনের আলোচনার জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি শনিবার রাতে এ কথা জানিয়েছেন। খবর দ্য নিউ ন্যাশনের।

মুলতানে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, দীর্ঘমেয়াদি বিরোধগুলো নিষ্পত্তির জন্য পাকিস্তান ভারতের নতুন সরকারের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। পাকিস্তান সর্বদা এই অঞ্চলের সমস্যা সমাধানে আলোচনাকেই প্রাধান্য দেয়।

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলেও জানান পাক পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন ভারতের টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদি।

সপ্তদশ লোকসভা নির্বাচনে মোদির বিপুল বিজয়ের খবরে তাকে অভিনন্দন জানিয়েছিলেন ইমরান খান। জবাবে মোদি বলেন, শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের অঞ্চলের উন্নয়ন ও শান্তিকে আমি সবসময় প্রাধান্য দিয়ে আসছি।

এর আগে এক টুইটে ইমরান খান বলেন, বিজেপির নির্বাচনী বিজয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমার শুভেচ্ছা। দক্ষিণ এশিয়ার শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য তার সঙ্গে কাজ করার প্রত্যাশায় রয়েছি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2019
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া