adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যবসায়ী ও পিৎজা ডেলিভারি ম্যান নিয়ে এশিয়া কাপে খেললো হংকং

স্পোর্টস ডেস্ক: এ এক অবিশ্বাস্য ঘটনা। এশিয়ার সবচেয়ে জাকজমক পূর্ণ ক্রিকেট আসর এশিয়া কাপে হংকং দলে যারা খেলেছেন তারা কেউই পেশাদার ক্রিকেটার নন। কেউ ব্যবসায়ী, ছাত্র আবার কেউ ডেলিভারি ম্যান।

হংকং দলের ব্যাটসম্যান কিঞ্চিত শাহ সাধারণত পারিবারিক হিরার ব্যবসা দেখভাল করে থাকেন। কিন্তু টি-টোয়েন্টি এশিয়া কাপে খেলছেন হংকং ক্রিকেট দলের হয়ে। গত বুধবার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচের পর বান্ধবীকে প্রস্তাব দেয়া হংকং দলের সহ-অধিনায়ক একজন পিৎজা ডেলিভারি ম্যান। মুলত দুবাইয়ে চলমান টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়া হংকং দলটির অধিকাংশ ক্রিকেটারই এরকম ডেলিভারি ম্যান ও বিশ্ববিদ্যালয় ছাত্র।

মুলত গত জুনে প্রবাসী প্রতিভাবান এইসব ক্রিকেটারদের নিয়ে যাত্রা শুরু করেছে হংকং ক্রিকেট দলটি। কিন্তু বাছাইপর্বের তিনটি ম্যাচের সব কটিতে জিতে তারা পৌঁছে গেছে ছয় জাতির এশিয়া কাপের চূড়ান্ত মঞ্চে। হংকং জাতীয় দলের হয়ে খেলা দলটির অনেকেই জন্ম সূত্রে বিভিন্ন দেশের নাগরিক। অর্থাৎ পরবর্তীতে তারা হংকংয়ের নাগরিকত্ব লাভ করেছেন।

পাকিস্তানে জন্মগ্রহনকারী হংকংয়ের এই অধিনায়ক বলেন, হংকং থেকে আমারা দারুন সমর্থন পাচ্ছি। পরিবার ও বন্ধুমহলের কাছ থেকে পাচ্ছি প্রচুর ক্ষুদে বার্তা। ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষার বিষয়। এই দুটি ম্যাচ থেকে আমরা অনেক কিছু নিয়ে যাব এবং আশা করি খেলোয়াড়রা অনেক কিছু শিখবে।

মিডিয়া ম্যানেজার স্মিতা ছেত্রী এএফপিকে বলেন, তাদের দলের তিন খেলোয়াড় বাবর হায়াত, এহসান খান ও ইয়াসিম মুর্তাজা সম্প্রতি সন্তানের পিতা হয়েছেন। কিন্তু নবজাতকদের দেখেছেন কেবল ভিডিও কলে। হংকং দলের অধিকাংশ খেলোয়াড়েরই ক্রিকেটকে পেশা হিসেবে নেয়ার সুযোগ নেই। কারণ সেখানে জাতীয় দলের জন্য সুযোগ সুবিধা প্রায় নেই বললেই চলে।

ছেত্রী বলেন, আমাদের খেলোয়াড়দের কিছু অংশ পার্ট টাইম ফুড ডেলিভারির কাজ করে। এদের মধ্যে কেউ আবার শিক্ষকতার কাজ করেন আর কেউ কেউ কিঞ্চিৎ শাহর মতো পারিবারিত ব্যবসা দেখাশুনা করেন।

১৯ বছর বয়সী ফাস্ট বোলার আয়ুশ শুক্লা একজন বিশ্ববিদ্যালয় ছাত্র। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার উইকেটটি তুলে নেয়ার পর তিনি মুষ্টিবদ্ধ করে চিৎকার শুরু করেন। ব্যক্তিগত ২১ রানে মিড অনে ধরা পড়েন ভারতীয় ওপেনার। শীর্ষ পর্যায়ে খেলার খুব একটা সুযোগ না পাওয়া দলটির হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন হায়াত।
পাকিস্তানের পঞ্জাবে জন্মগ্রহনকারী যে কয়জন ক্রিকেটার হংকং দলে সুযোগ পেয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন ৩০ বছর বয়সি নিজকাত, যিনি একজন অল রাউন্ডার। তিনি সাধারণত লেগ স্পিন করে থাকেন। আর ইহসান খান এক সময় পাকিস্তানের রাওয়াল পিন্ডির খেলোয়াড় ছিলেন। ফাইনাল কোয়ালিফায়ারে ২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন এই অফ স্পিনার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া