adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে বাদ পড়লে বিরাট কোহলির ঘুরে দাঁড়ানো কঠিন হবে: রিকি পন্টিং

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরির খরা কাটানোর পেছনে দৌঁড়াতে গিয়ে নিজের ছন্দই হারিয়ে ফেলেছেন বিরাট কোহলি। একটা সময় মাঠে বোলারদের ত্রাস হয়ে রাজত্ব করা কোহলি ছুটে বেড়াচ্ছেন রানের খোঁজে। লম্বা সময় ধরে ছন্দে না থাকায় ভারতীয় দলে তার জায়গা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। কদিন আগে কোহলিকে সরাসরি বাদ দেয়ার কথা বলেছেন ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কপিল দেব।
চলতি বছরের বিশ্বকাপের দলেও কোহলির জায়গা নিশ্চিত নয়। এমন আলোচনা ভারতীয় ক্রিকেট হরহামেশাই হচ্ছে। অস্ট্রেলিয়া বিশ্বকাপের দলে জায়গায় না পেলে হিতে বিপরীত হবে কোহলির জন্য, এমনটা মনে করছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক মনে করেন, বিশ্বকাপ দল থেকে বাদ দিলে কোহলির ঘুরে দাঁড়ানো কঠিন হবে।
আইসিসি রিভিউয়ে কোহলিকে কথা বলতে গিয়ে পন্টিং বলেন, যদি বিশ্বকাপের আগে বিরাটকে বাদ দেওয়া হয় আর সেই জায়গায় যদি অন্য কেউ আসে এবং টুর্নামেন্টে ভালো করে, তাহলে বিরাটের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন হবে।
তাই আমি মনে করি, আমি যদি অধিনায়ক বা ভারতীয় কোচিং স্টাফের একজন হতাম, তাহলে আমি তার জন্য সবকিছু যতটা সম্ভব সহজ করে দিতাম যাতে সে দলে যতটা সম্ভব স্বাচ্ছন্দ্য বোধ করে। কেবল তার রান করার জন্য অপেক্ষা করতে হবে।
বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে লড়াই করেছেন পন্টিং। তবে প্রতিপক্ষ দলের অধিনায়ক বা খেলোয়াড় হলে কোহলি স্কোয়াডে আছেন এমন ভারতীয় দলের সঙ্গে খেলতে ভয় পেতেন বলে জানান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। লম্বা সময় ধরে অফ ফর্মে থাকলেও কোহলির ফেরাটা সময়ের ব্যাপার বলে মনে করেন তিনি। – ক্রিকফ্রেঞ্জি, সম্পাদনা : এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া