adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টােল আদায়ে পদ্মা সেতুর রেকর্ড ভেঙে শীর্ষে বঙ্গবন্ধু সেতু

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর রেকর্ড ভেঙে টাঙ্গাইলে নতুন ক‌রে আবারও বঙ্গবন্ধু সেতু‌তে টো‌ল আদা‌য়ে রেকর্ড সৃষ্টি হ‌য়ে‌ছে। তবে গত ২৪ ঘণ্টায় সেতুর দুইপা‌ড়ে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

শনিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী  এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বঙ্গবন্ধু সেতু‌তে শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে শনিবার (৯ জুলাইা) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইপা‌ড়ে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কোটি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা। এ সময় সেতুতে যানবাহন পারাপার হয়েছে ৪১ হাজার ৮১৭‌টি। এরই মধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজা অতিক্রম করেছে ২৯ হাজার ৭২‌টি পরিবহন। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা। অন্যদিকে সেতুর প‌শ্চিমপ্রান্ত টোল প্লাজা অতিক্রম করেছে ১২ হাজার ৮৭৮‌টি পরিবহন। এর বিপরীতে ১ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫০ টাকা।

এদিকে এর আগে বঙ্গবন্ধু সেতু‌তে বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইপা‌ড়ে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কোটি ৪০ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এ সময় পরিবহন পারাপার হ‌য়ে‌ছিল ৪৩ হাজার ৫৯৫‌টি। বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী ব‌লেন, বঙ্গবন্ধু সেতু‌তে আবারও টোল আদায়ে রেকর্ড হ‌য়ে‌ছে। মহাসড়কে পরিবহনের চাপ রয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে সর্বোচ্চ টোল আদায় হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, ঈদুল ফিত‌রের গত ২৯ এপ্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪৪ হাজার ২৭৪‌টি পরিবহন পারপা‌রের বিপরীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কো‌টি ১৯ লাখ ৭ হাজার ২০০ টাকা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া