adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পুলিশ কনস্টেবলকে কুপিয়ে হত্যা

POLICEডেস্ক রিপাের্ট : নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ঢাকা ডিবি পুলিশের এক কনস্টেবলকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ছুরির আঘাতে আরো ১৬ জন আহত হয়েছে। উপজেলার দুর্গম কালাপাহাড়িয়া ইউনিয়নে ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রুবেল (৩০)। সে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগ নেতা রূপ মিয়ার ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- জামির, জমির হোসেন, আলমগীর হোসেন, শাহীনুর, সুজন, শিমুলসহ আরো ১৬ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন সমর্থক মহিউদ্দিন, বেদেন ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফরিদের সঙ্গে রূপ মিয়া মেম্বারের বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে চেয়ারম্যানের ওই সমর্থকরা রূপ মিয়ার বাড়িতে হামলা চালায়। এসময় ঈদে ছুটিতে আসা কনস্টেবল রুবেলকে কাছে পেয়ে তাকে এলোপাথাড়ি কোপায় তারা। তখন বাধা দিতে আসলে ৮-১০ জনকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে তারা। এরপর গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়।
রূপ মিয়া জানান, তার ছেলে রুবেল ঢাকা ডিবিতে কর্মরত ছিল। ঈদের ছুটিতে বাড়ি আসলেই সন্ত্রাসীরা তার উপর হামলা চালালে সে মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কালাপাহাড়িয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসেছেন। লাশ ঢাকা মেডিকেলে আছে। পরে বিস্তারিত জানানো হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া