adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সহজ জয়ে উইম্বলডন টেনিসের চতুর্থ রাউন্ডে নোভাক জকোভিচ

স্পোর্টস ডেস্ক : এছাড়া ৩য় রাউন্ডে জয় পেয়েছেন জেনিক সিনার। নারীদের এককে এঞ্জেলিক কেরবার বিদায় নিয়েছেন এলিসা মেরটেন্সের কাছে হেরে। তবে ৩য় বাছাই তিউনিশিয়ার ওন্স জাবের জয় পেয়েছেন সরাসরি সেটে।

শীর্ষ বাছাই নোভাক জকোভিচকে কোন প্রতিদ্বন্দিতাই জানাতে পারেননি তারই স্বদেশি মিওমির কেচম্যানোভিচ। ২২ বছর বয়সী মিওমিরকে প্রথম সেট ৬-০ পয়েন্টে হারানোর পর ২য় সেটে কিছুটা প্রতিরোধের মুখে পড়েন। কিন্তু জকোভিচের সামনে কোনো কিছুই কাজে আসেনি।
৬-৩ পয়েন্ট ব্যবধানে ২য় সেট জয়ের পর ৩য় সেটে ৬-৪ পয়েন্ট ব্যবধানে জয় তুলে নেন শীর্ষ বাছাই তারকা। পা রাখেন ৪র্থ রাউন্ডে। যেখানে তার প্রতিপক্ষ নেদারল্যান্ডসের ভ্যান রিজতোভেন।

দিনের আরেক খেলায় জন ইসনারের সাথে বেশ ভালোই লড়াই হয় জেনিক সিনারের। সরাসরি সেটে সিনার জয় পেলেও, পুরুষদের ইতিহাসে সর্বোচ্চ এইচ মারার রেকর্ড এদিন গড়েছেন জন ইসনার। কারলোভিচের ১৩ হাজার ৭২৮ এইস ছাড়িয়ে এখন নিজের দখলে নিয়েছেন রেকর্ডটি। তবে ম্যাচে ৬-৪, ৭-৬, ৬-৩ পয়েন্ট ব্যবধানে হেরে ৩য় রাউন্ড থেকেই বিদায় নিতে হয় ইসনারকে।

নারীদের এককে এঞ্জেলিক কারবারকে প্রথম সেট থেকেই চাপে রাখে বেলজিয়ামের এলিসা মেরটেন্স। র‌্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে থাকা এই বেলজিয়ান প্রথম সেট জেতেন ৬-৪ পয়েন্ট ব্যবধানে। ২য় সেটে কারবার কিছুটা ফিরে আসার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ৭-৫ পয়েন্ট ব্যবধানে হেরে বসেন তিনি। জি নিউজ, সম্পাদনা : এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া