adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইয়াহিয়ার ভূমিকায় শেখ হাসিনা

khoka_95304নিউইয়র্ক থেকে এনা : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের স্বৈরশাসক ইয়াহিয়ার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ইয়াহিয়া সরকারের সঙ্গে বর্তমান হাসিনা সরকারের কোনো প্রার্থক্য নেই।

যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে শনিবার সন্ধ্যায় বিজয় দিবসের আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানের ইয়াহিয়া সরকার গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশে মানুষ হত্যা করেছিলো। ঠিক একই কায়দায় বর্তমান শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করার চেষ্টা করছে। জেল জুলুম হুলিয়া জারি করে মানুষের রক্তে রাজপথ রঞ্জিত করছে বর্তমান শাসক গোষ্ঠী। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে অমানুষিক নির্যাতন করছে।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা সিটির সাবেক এই মেয়র বলেন,  সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমে নিজেকে রাষ্ট্রপতি বলেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দ্বিতীয়বার তিনি একে খন্দকারের অনুরোধে শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন।

খোকা বলেন,  জিয়াউর রহমান কোনো উচ্চভিলাসী মানুষ ছিলেন না। ভবিষ্যতে রাষ্ট্রপতি হবেন এমন চিন্তা করে স্বাধীনতার ঘোষণাও দেননি। শেখ মুজিব যখন পাকিস্তানি বাহিনীর হাতে ধরা দেন, তখন জাতিকে যুদ্ধে উদ্বুদ্ধ করতেই জিয়া প্রথমে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ৭ মার্চের ভাষণকে স্বাধীনতার ঘোষণা বলার অর্থ হচ্ছে ইতিহাস বিকৃত করা। আপনারা যারা শেখ মুজিবের ৭ মার্চের ভাষণকে স্বাধীনতার ঘোষণা বলার চেষ্টা করছেন, তাহলে তো আপনাদের বক্তব্য অনুযায়ী ৮ মার্চ স্বাধীনতা দিবস হওয়ার কথা। ২৬ মার্চ কেনো স্বাধীনতা দিবস পালন করা হয়?

তিনি আরও বলেন, তৎকালীন আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন সাহেব ৭ মার্চের পর শেখ মুজিবের পেছনে পেছনে ঘুরেছিলেন টেপ রেকর্ডার নিয়ে স্বাধীনতার ঘোষণা দেবার জন্য। সেই সময় শেখ মুজিব বলেছিলেন, আমি স্বাধীনতার ঘোষণা দিয়ে রাষ্ট্রদ্রোহী হতে চাই না এবং হটকারী সিদ্ধান্ত নিতে চাই না। এটা তাজউদ্দিনের কন্যাই তার বইতে উল্লেখ করেছেন।

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে খোকা বলেন, এই বিচার স্বচ্ছ না। এই বিচার যদি স্বাধীনতার পরপরই মুজিব সরকার করতো তাহলে প্রশ্ন থাকতো না। আজকে মিথ্যা সাক্ষী এবং মিথ্যা কাগজপত্র দিয়ে বিচার করা হচ্ছে। ১৯৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যার বিচার দাবি করে তৎকালীন শেখ মুজিব সরকারের কাছে স্মারকলিপি দেয়ার জন্য পান্না কায়সার এবং সূচন্দা বঙ্গভবনে যেতে চেয়েছিলেন, তাদের বঙ্গভবনে যেতে দেয়া হয়নি। আমরা মুক্তিযোদ্ধারা সেই দিন সাংবাদিক সেলিনা পারভীন এবং ডা. আলিমের লাশ উদ্ধার করেছিলাম বদ্ধভূমি থেকে। তখন যদি মুজিব সরকার বুদ্ধিজীবী হত্যার সঠিক তালিকা করে বিচার করতো তাহলে আজকে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে প্রশ্ন উঠতো না। শেখ হাসিনা সরকারকে এই বিচারের দায়-দায়িত্ব নিতে হবে।

যুক্তরাষ্ট্র বিএনপির একাংশ আয়োজিত আলোচনা সভায় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট শারাফত হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি সোলায়মান ভুইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কাজী শাখাওয়াত হোসেন আজম, জাসাসের সভাপতি গোলাম ফারুক শাহীন, কোষাধ্যক্ষ জসীম ভুইয়া, অধ্যাপক ড. শওকত আলী, তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির সভাপতি আকতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক ভিপি জসীম, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ মোহাম্মদ আতিকুর রহমান, বিএনপি নেতা আব্বাস উদ্দিন দুলাল, গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া