adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবুধাবিতে বিশ্বকাপের প্রস্তুতি নেবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : কাতার যদি বিশ্বকাপের আয়োজক না হতো, তাহলে এরই মধ্যে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষের দিকে চলে আসতো। কারণ, সাধারণত বিশ্বকাপ শুরু হয় জুনের ১০ তারিখ। শেষ হয় জুলাইর ১০ তারিখে।
কিন্তু এবারের আয়োজক মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এই সময়টায় কাতারে এতটাই খরতাপ যে, সেখানে যেন খই ফুটবে। তীব্র গরম থেকে বাঁচার জন্য বিশ্বকাপকে নিয়ে যাওয়া হয়েছে শীতকালে। যে কারণে, এবারের বিশ্বকাপ শুরু হবে ২১ নভেম্বর এবং শেষ হবে ১৮ ডিসেম্বর।

প্রায় ৫ মাস পিছিয়ে দেয়ার কারণে প্রস্তুতির জন্যও বেশ ভালো সময় পাচ্ছে প্রতিযোগী দেশগুলো। এমনিতেই বিশ্বকাপ এলে অংশগ্রহণকারী প্রতিটি দেশ আয়োজক দেশের আশপাশে প্রস্তুতি ক্যাম্প তৈরি করে। বেশ কিছুদিন একসঙ্গে অনুশীলন করে এরপর নামে মূল প্রতিযোগিতায়। যেখানে ব্যতিক্রম নয় ব্রাজিল-আর্জন্টিনার মত দেশগুলোও।

দু’বারের বিশ্বজয়ী আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্প করবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ আরব আমিরাতের অন্যতম শহর আবুধাবিতে। বুয়েন্স আয়ার্স টাইমস জানিয়েছে এ সংবাদ।
মূলতঃ আবুধাবির সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন চার বছর মেয়াদি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। আবুধাবি স্পোর্টস কাউন্সিলের (এডিএসসি) সঙ্গে সাক্ষরিত এই চুক্তি অনুসারে আর্জেন্টিনার অন্যতম সেরা ঘরোয়া টুর্নামেন্ট সুপারকোপা ডি আর্জেন্টিনা’র ফাইনাল ম্যাচটি টানা চার বছর অনুষ্ঠিত হবে আরব আমিরাতের এই শহরে।

এ চুক্তির আওতায় আবুধাবি স্পোর্টস কাউন্সিলের বিশেষ ব্যবস্থাপনায় আগামী নভেম্বরে বিশ্বকাপ শুরুর আগে শহরটিতে অনুশীলন ক্যাম্প আয়োজন করবে লিওনেল মেসিরা এবং আরব আমিরাত ফুটবল দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন তারা। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2022
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া