adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে পেট্রল-ডিজেল-কেরোসিনের দাম আরেক দফা বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে পাকিস্তানে পেট্রল, ডিজেল ও কেরোসিনের দাম আরেক দফা বাড়ানো হয়েছে। এর মধ্যে পেট্রল ও ডিজেলের দাম লিটারপ্রতি আরও ৩০ রুপি বেড়েছে। দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দিলে মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

এর আগে গত সপ্তাহ আগে জ্বালানি তেলের মূল্য ৩০ রুপি বাড়ানো হয়েছিল।

গতকালের ঘোষণা অনুযায়ী, নতুন বর্ধিত মূল্যে প্রতি লিটার পেট্রল মিলবে ২০৯ দশমিক ৮৬ রুপিতে। এক লিটার ডিজেল কিনতে গুনতে হবে ২০৪ দশমিক ১৫ রুপি। আর, লিটারপ্রতি কেরোসিনের দাম পড়বে ১৮১ দশমিক ৯৪ রুপি। তবে, কেরোসিনের দাম বেড়েছে ৩০ রুপির কম।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল জানান, ৩০ রুপি মূল্যবৃদ্ধির পরেও লিটারপ্রতি পেট্রলে এখনও নয় রুপি ভর্তুকি দিচ্ছে সরকার। এ ছাড়া জ্বালানি তেল থেকে কোনো ধরনের শুল্ক সরকার নিচ্ছে না বলেও জানান তিনি।

মিফতাহ ইসমাইল আরও জানান, সরকার প্রতিদিনই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে কথা বলছে। তিনি স্বীকার করেন, সরকার আইএমএফ-এর সব শর্ত পূরণ করতে পারছে না। তবে, কিছু সুনির্দিষ্ট বিষয় সরকারকে মেনে নিতে হচ্ছে বলে জানান তিনি।

তবে, জ্বালানি তেলের দাম বাড়লেও পাকিস্তানে প্রতি কেজি চিনি ৭০ রুপি এবং প্রতি কেজি আটা ৪০ রুপিতে বিক্রির বিষয়টি সরকার নিশ্চিত করবে বলে জানান মিফতাহ ইসমাইল। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন—আর্থিক ক্ষতি থেকে বাঁতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জ্বালানি তেলে যে ভর্তুকি ঘোষণা করেছিলেন, তা প্রত্যাহার করতে হবে। তাঁর ভাষ্য—আইএমএফের শর্ত বাদ দিলেও, পাকিস্তান সরকারের পক্ষে এত লোকসানে পেট্রল-ডিজেল বিক্রি করা সম্ভব নয়।

অন্যদিকে, পাকিস্তান সরকার রাশিয়া থেকে সস্তায় তেল আমদানিতে ইচ্ছুক বলে জানান অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। এর জন্য কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে না বলে জানান তিনি।

এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ানোয় পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলের নেতারা। অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকার হিমশিম খাচ্ছে বলে তাঁদের অভিযোগ।

এর মধ্যেই জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। আজ শুক্রবার জুমার নামাজের পর জ্বালানির দাম বাড়ানোর গণবিরোধী নীতির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2022
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া