adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডকে ৯০ রানে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় একদিনের ম্যাচও সহজ জয় নিয়ে মাঠ ছাড়লো ভারত। শনিবার বে ওভাল স্টেডিয়ামে বিরাট কোহালির দল ৯০ রানে হারাল নিউজিল্যান্ডকে। একইসঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় একদিনের ম্যাচে বড় রান সংগ্রহ করে ভারত। দুই ওপেনারের দাপটে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ৩২৪ রান কওর ভারত। ৩২৫ রানের জয়ের লক্ষ্য ব্যাট করতে নেমে কিউইদের নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। মাঝের ওভারে নেপিয়ারের মতো এখানেও ভয়ঙ্কর হয়ে ওঠেন কুলদীপ যাদব। চার উইকেট নেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে লড়েন একমাত্র ডাগ ব্রেসওয়েল। তিনি আট নম্বরে নেমে করেন ৫৭। ৪০.২ ওভারে ২৩৪ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস।

দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ২৫.২ ওভারে ১৫৪ রান যোগ করেন। ধাওয়ান ৬৭ বলে করেন ৬৬ রান। রোহিত ৯৬ বলে ৮৭ রানের ইনিংস খেলেন। বিরাট কোহালি (৫৯ বলে ৪৩), আম্বাতি রায়ডু (৪৯ বলে ৪৭) ক্রিজে জমে গিয়েও বড় রান পাননি। মহেন্দ্র সিংহ ধোনি (৩৩ বলে অপরাজিত ৪৮), কেদার যাদব (১০ বলে অপরাজিত ২২) রান করেন।

নেপিয়ারে গত ২৩ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেয়েছিল ভারত। পাঁচ ম্যাচের সিরিজের শেষ দুই ম্যাচে বিরাট কোহালিকে পাবে না টিম ইন্ডিয়া। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে আসছেন অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া