adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জুভেন্টাস

Juventusস্পাের্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। শেষ ষোলো নিশ্চিতের ম্যাচে এফসি পোর্তোকে ১-০ গোলে হারিয়েছে জুভিরা। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা।
প্রথমলেগে ২-০ গোলে জয় পেয়েছিল ইতালিয়ান জায়ান্টরা। আর এই লেঘে ১-০ ব্যবধানে জয়ের ফরে দুেই লেগ মিলিয়ে ৩-০ গোলের জয়ে শেষ আটে পা রেখেছে জুভিরা।
মঙ্গলবার ঘরের মাঠে গোলের দেখা পেতে ৪২ মিনিট অব্দি অপেক্ষা করতে হয়েছে জুভেন্টাসকে। ম্যাচের ৪০তম মিনিটে পেনাল্টি বক্সে গঞ্জালো হিগুয়েনের শট হাত দিয়ে রুখে দেন পোর্তোর ডিফেন্ডার ম্যাক্সি পেরেরা। এতে সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। আর স্পটকিক থেকে দলকে এগিয়ে নেন দিবালা।
বিরতির পর দশজনের পোর্তেকে চেপে ধরলেও আর কোন গোলের দেখা পায়নি স্বাগতিকরা। এদিকে একজন কম খেলোয়াড় নিয়ে তেমন কোন সুবিধা করতে পারেনি পোর্তোও। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।
এদিকে ম্যাচ হারলেও রেকর্ডে নাম লিখিয়েছেন পোর্তোর ক্যাস্য়িাস। সাবেক ইতালিয়ান তারকা পাওলো মালদিনিকে টপকে গড়েছেন ইউরোপের ক্লাব পর্যায়ের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। ১৭৫টি ম্যাচ খেলেছেন এই বিশ্বকাপজয়ী সাবেক স্প্যানিশ অধিনায়ক। আর মালদিনি খেলেছিলেন ১৭৪ ম্যাচ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া