adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মানুষ ঘুরে দাঁড়াবেই

image_74260_0সাতক্ষীরা: দেশের মানুষ মৌলবাদী শক্তির সঙ্গে আপস করবেনা মন্তব্য করে বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, ‘যত অত্যাচার হোক তারা ঘুরে দাঁড়াবেই।’

তিনি বলেন, ‘বর্তমান সময়ে দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর যে নিপীড়ন চলছে তা একটি স্বাধীন দেশের জন্য অত্যন্ত লজ্জাকর। এ আচরণ কখনও গ্রহণযোগ্য হতে পারে না।’

তিনি শনিবার সাতক্ষীরার শহীদ মিনার চত্বরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি আয়োজিত  সুধী সমাবেশে এসব কথা বলেন।

দেশের সব মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করার মধ্যে মুক্তিযদ্ধের চেতনা রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘মুক্তিকামী জনতা কখনও পরাজয় মানে না। মানুষ দীর্ঘদিন হতাশার মধ্যে থাকতেও পারেনা।’

একাত্তরে অস্ত্র জমা দিয়েছেন কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ত্যাগ করেননি বলে জানিয়ে দেন তিনি।   

মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন সংসদ সদস্য অ্যাডভোকেট  মুস্তফা লুৎফুল্লাহ, আবু নাসিম ময়না, অধ্যাপক আবু আহমেদ, আবুল খায়ের, অনিত মুখার্জী, গোপাল ঘোষাল, গোষ্ঠ বিহারী মণ্ডল, আজাদ হোসেন বেলাল,  স্বপন কুমার শীল, হাফিজুর রহমান মাসুম ও আবুল হোসেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া