adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লুইস সুয়ারেজ ফিরতে চান বার্সেলোনায়, প্রয়োজনে কম বেতন নিবেন

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে চলে যাওয়া ৩৫ বছরের লুইস সুয়ারেজ এবার তার পুরানো ক্লাবে ফিরতে চান। সে জন্যে প্রয়োজনে বেতনও কম নিবেন। অ্যাথলেটিকো মাদ্রিদে ২ বছরের চুক্তি শেষ হয়ে যাচ্ছে আগামী জুনেই। ফ্রি এজেন্ট হয়ে আবারও বার্সেলোনায় ফিরতে চাইছেন তিনি, জানাচ্ছে স্প্যানিশ ক্রীড়াদৈনিক মুন্দো দেপোর্তিভো।

বার্সায় সোনালী সময় কাটলেও সুয়ারেজের সেই সব দিন এখন দূর অতীত। বার্সেলোনা ছেড়ে প্রথম মৌসুমটা ভালো কাটালেও অ্যাটলেটিকো মাদ্রিদে চলতি মৌসুমে হয়ে আছেন ব্রাত্য। ফর্মটাও কথা বলছে না। সে কারণে অ্যাটলেটিকো চলতি মৌসুম শেষে চুক্তিটাও নবায়ন করবে না, এটা একরকম পরিষ্কারই।

তবে বার্সেলোনায় এসে সুদিন ফেরানোর কথা ভাবছেন সুয়ারেজ। এমনই গুঞ্জন স্প্যানিশ সংবাদ মাধ্যমে। সেটা করতে হলে যদি বেতন অনেক কমও নিতে হয়, তাতেও আপত্তি নেই উরুগুইয়ান এই স্ট্রাইকারের। মেগা চ্যানেলে এই খবরটা জানিয়েছেন স্প্যানিশ সাংবাদিক হোসে আলভারেজ।

বিষয়টা যে শুধু সুয়ারেজের কাছের মানুষরাই জানেন, বিষয়টা মোটেও এমন নয়। খবরটা গিয়েছে বার্সেলোনার কানেও। নির্ভরযোগ্য সূত্র ধরে মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, কাতালান দলটি অপেক্ষায় রেখেছে তাদের ক্লাবের তৃতীয় সর্বোচ্চ গোলদাতাকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া