adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা ১০ সোনা, ইতিহাসে ফারাহ

FARAHস্পাের্টস ডেস্ক : উসাইন বোল্টকে নিয়ে গোটা অ্যাথলেটিক্স দুনিয়ার তুমুল মাতামাতির মধ্যেই নিঃশব্দে লন্ডনের বিশ্ব আসরে নিজের প্রথম কাজটা সেরে রাখলেন মো ফারাহ। গত কয়েক বছরে আন্তর্জাতিক পর্যায়ে যা পারফরমেন্স এবং ধারাবাহিকতা তা একমাত্র বোল্ট ছাড়া সত্যিই অন্য কেউ করে দেখাতে পারেননি। এবার দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু হওয়ার আগে থেকেই তাই ফারাহকে নিয়ে ব্রিটিশ অ্যাথলেটিক্সপ্রেমীদের প্রত্যাশা আকাশছোঁয়া। শুক্রবার রাতে বিশ্ব আসর শুরুর প্রথম দিনেই এই ৩৪ বছরের সুপার অ্যাথলিট পুরুষদের ১০ ‌‌‌‌হাজার মিটার দৌড়ে প্রত্যাশামতোই সোনা জিতলেন। চলতি বছরের সেরা সময় করলেন মো। ২৬ মিনিট ৪৯.‌৫১ সেকেন্ড।
২০১২ সালে লন্ডনের এই অলিম্পিক স্টেডিয়ামেই ৫০০০ ও ১০,০০০ মিটারে জোড়া সোনা জিতে অলিম্পিক মঞ্চে মহানায়কের মর্যাদা আদায় করে নিয়েছিলেন। শুক্রবার রাতে আরও একধাপ এগোলেন মাঝারি পাল্লার দৌড়ে সর্বকালের সেরা হিসেবে নিজেকে প্রতিপন্ন করে তুলতে। স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত প্রায় ৫৫ হাজার দর্শকের তুমুল হর্ষধ্বনির মধ্যে ফারাহ নিজের সেরাটাই উজাড় করে দিয়েছেন। সোনা জিততে তাঁকে অবশ্য তেমন বেগ পেতেও হয়নি। আসলে অন্য প্রতিপক্ষদের চেয়ে প্রতিভা ও দক্ষতায় মো এতটাই এগিয়ে যে সোনা জিতবেন জানাই ছিল। বিশ্ব আসরে টানা দশম সোনাটি  জিতলেন। তবে মো–‌কে এদিন বেশ ভোগাল তাঁর পায়ের চোট। দৌড়ের শেষদিকে তো বারদুয়েক ট্র‌্যাকে হোঁচটও খেলেন। দৌড় শেষ হওয়ার পর তাঁর পায়ের রক্তাক্ত অবস্থা। ডাক্তার এসে শুশ্রূষাও করেন।
গত ছয় বছর ধরে অলিম্পিক বা বিশ্ব আসরের মতো বড় আসরে এই ইভেন্টে তিনি অপরাজিত। মো–‌র ঠিক পিছনেই শেষ করে রুপো জিতলেন উগান্ডার জোসুয়া চেপতেগেই। মাত্র ২০ বছরের এই অ্যাথলিট কিন্তু সাধ্য মতো লড়ে গেছেন ব্রিটিশ মহাতারকার সঙ্গে। তবে অনভিজ্ঞতাই শেষমেশ কাল হল। জোসুয়া সময় করেছেন ২৬ মিনিট ৪৯.‌৯৪ সেকেন্ড। আর ব্রোঞ্জ জিতেছেন কেনিয়ার পল তানুই। তাঁর সময় ২৬ মিনিট ৫০.‌৬০ সেকেন্ড। পাঁচ বছর আগে ঠিক এই তারিখেই লন্ডনের এক ‘‌সুপার স্যাটারডে’–‌র রাতে ৫০০০ মিটারের অলিম্পিক সোনা ঝুলিতে পুরেছিলেন মো ফারাহ। এদিনও পায়ের চোটের অসহ্য যন্ত্রণা সহ্য করেও ফের এসে দাঁড়ালেন আলো ঝলমলে মঞ্চে। যেন এটাই নিয়ম!‌
দৌড় শেষে মো আবেগপ্রবণ হয়ে পড়লেন। ট্র‌্যাকে জড়িয়ে ধরলেন ছেলেমেয়েদের। আগেই জানিয়ে দিয়েছেন, ট্র‌্যাকের লড়াইয়ে এই শেষবার নামছেন তিনি। এরপর মন দেবেন ম্যারাথনে। সোনা জয়ের পর আপ্লুত মো জানালেন, ‘‌ওহ!‌ লন্ডনে আমার কেরিয়ারটা শেষ হল দুর্দান্তভাবে!‌ সত্যিই স্পেশাল ব্যাপার।’‌ তারপর ওঁর গলায় ঝরে পড়ল আবেগ। বললেন, ‘‌এই দৌড়টা ছিল জীবনের কঠিনতম দৌড়ের অন্যতম। শেষ ধাপটা যখন বাকি ছিল ট্র‌্যাকে পড়েই যাচ্ছিলাম প্রায়। তা–‌ও একবার নয়, দু’‌বার। সামলে নিয়ে চোয়ালটা শক্ত করে লড়ে গেছি। মনে মনে শুধু একটা কথাই বলছিলাম, এতদিন ধরে প্রস্তুতি নিয়েছি এভাবে হেরে যাব বলে নিশ্চয়ই নয়।’‌‌

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া