adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাক – ভারত সিরিজ নিয়ে মোদির কাছে ইমরান খান

1008296-modiimran_94333স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান সিরিজ যখন হিমঘরে, তখন নাটকীয় ঘটনার জš§ দিলেন ইমরান খান। সরাসরি মোদির কাছে যেয়ে বলে আসলেন, দুই দেশের সিরিজ হওয়া উচিত!

পাকিস্তান সরকার সিরিজ নিয়ে ছাড়পত্র দিয়ে দিলে কী হবে, মোদি সরকার এখনও সবুজ সঙ্কেত দেয়নি। এবং যত দিন এগোচ্ছে, সিরিজ-সম্ভাবনা ততই কমছে।

এ সবের মধ্যে ইমরান শুক্রবার দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে বলে দেন যে, দুই দেশের মধ্যে ক্রিকেট হওয়া উচিত। ‘‘মোদিজি শুনে হাসলেন। বুঝলাম না যে, ওটা হ্যাঁ নাকি না। তবে আমি পজিটিভ লোক। পজিটিভ ভাবেই ব্যাপারটাকে দেখতে চাইব,’ পরে এক অনুষ্ঠানে বলে দেন ইমরান, বর্তমানে যিনি পাক রাজনীতির এক বিশিষ্ট চরিত্র।

নয়াদিল্লির ওই অনুষ্ঠানে ইমরান আরও বলেন যে, ‘কয়েক জন বিকৃত লোকের জন্য কি গোটা একটা সমাজকে বয়কট করে দেওয়া হয়? ঠিক তেমনই সন্ত্রাসের উত্তর কখনও দুই দেশের মধ্যে ক্রিকেট বন্ধ করা হতে পারে না।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমি এক সময় দক্ষিণ আফ্রিকাকে ক্রিকেট থেকে নির্বাসিত করাটা সমর্থন করেছিলাম। কিন্তু সেটা বর্ণবৈষম্য নিয়ে ওদের মনোভাবের জন্য। ওখানে তো মানুষের অধিকারকে অগ্রাহ্য করা হচ্ছিল। কিন্তু ওটা বাদ দিলে আমি সব সময় মনে করে এসেছি যে, খেলাধুলো কখনও বন্ধ থাকা উচিত নয়। দুই দেশের মধ্যে সম্পর্ক তৈরি করতে হলে, যোগাযোগ বাড়াতে হলে তো এটাই প্রয়োজন। শচীনকে পাকিস্তান কম ভালবাসে না। আবার ওয়াসিম আক্রামকে ভারত অসম্ভব ভালবাসে।’

ইমরান বলতে বলতে অতীতেও ফিরে গিয়েছেন। বলে দিয়েছেন যে, দেশভাগকে ঘিরে প্রচুর হিংসার গল্প তাঁরা শুনেছেন। কিন্তু ভারতে ক্রিকেটার হিসেবে আসার পর তাঁর ধারণাই বদলে যায়। ‘ভারত সফরে এসে বুঝেছিলাম যে, দুই দেশের মানুষ তো একই রকম। একই রকম রুচি। একই পছন্দ। একই রকম গান আমরা শুনি। পাকিস্তানও সন্ত্রাসের বিরুদ্ধে। আমাদের তাই উচিত নিজেদের মধ্যেকার দূরত্বকে কমানো, বাড়ানো নয়।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া