adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা ‘অবৈধ’: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। তবে এসব নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ছাড়া, রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ালে বিশ্বে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পাবে বলেও সতর্ক করে দেন তিনি।

রুশ টেলিভিশনে প্রচারিত এক ভিডিও কনফারেন্সে পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো তাদের নিজেদের জনগণকে ধোঁকা দিচ্ছে এবং রাশিয়া শান্তভাবে তার নিজের সমস্যার সমাধান করবে।

পুতিন বলেন,‘এটা স্পষ্ট যে এমন মুহূর্তে নির্দিষ্ট কিছু পণ্যের জন্য মানুষের চাহিদা সর্বদা বৃদ্ধি পায়। তবে আমরা শান্তভাবে কাজ করে এসব সমস্যার সমাধান করব; যা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।‘

‘লোকজন ধীরে ধীরে নিজেদের খাপ খাইয়ে নেবেন। তারা বুঝতে পারবেন, এমন কোনো ঘটনা নেই আমরা যার অবসান অথবা সমাধান করতে পারি না।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল-গ্যাস-কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে বাজারে তেল-গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। রাশিয়া আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে তাদের বাধ্যবাধকতা মেনে চলবে বলে জানিয়েছেন পুতিন।

এ ছাড়া প্রায় ৩১০টি প্রতিষ্ঠান রাশিয়ায় নিজেদের কার্যক্রম গ্রুটিয়ে নিছে। এ বিষয়ে তিনি বলেন,‘কেউ ব্যবসা বন্ধ করতে চাইলে তার জন্য বৈধ পথ রয়েছে। এখানে কোনো স্বেচ্ছাচারিতার সুযোগ নেই। আমরা এই সংকট সমাধানের আইনী পথ খুঁজে বের করব।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া