adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মালিতে সন্ত্রসী হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

news_img (1)ডেস্ক রিপোর্ট : মালিতে জঙ্গিদের গুলিতে এক বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক বাংলাদেশি। তাতক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। সোমবার দেশটির রাজধানী বামাকোতে এ ঘটনা ঘটে।
 
মালির নিরাপত্তাবাহিনী জানায়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত দুই বাংলাদেশির ওপর জঙ্গিরা গুলি চালালে একজন নিহত হন। আরেকজন গুরুতর আহত হন।
 
নিরাপত্তাবাহিনীর একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে বলে, ‘সোমবার রাতে জাতিসংঘের একটি গাড়িতে আরোহী দুই শান্তিরক্ষীর ওপর অস্ত্রধারীরা হামলা চালায়। তবে ঠিক কারা এ হামলা চালিয়েছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। হামলায় এক শান্তিরক্ষী নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন।’
 
সূত্রটি আরো বলে, ‘আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। হামলাকারীরা শান্তির শত্র“।’
 
নিহত দুই শান্তিরক্ষী বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করেছে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মিনুসমা (এমআইএনইউএসএমএ) এর একটি সূত্র। তিনি জানান, ওই দুই বাংলাদেশি শান্তিরক্ষী বামাকো বিমানবন্দর থেকে শহরটির দক্ষিণ দিকে যাওয়ার সময় জঙ্গিরা একটি গাড়ি থেকে গুলি করে পালিয়ে যায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া