adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিয়েতনাম উপকূলে চীনের সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরের ভিয়েতনাম উপকূলের কাছে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন।

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনান এবং ভিয়েতনামের মাঝামাঝি জলসীমায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই মহড়ার কথা জানিয়েছে দেশটি।

হাইনান মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। মহড়াকে কেন্দ্র করে বাণিজ্যিক জাহাজগুলোকে ওই এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে বেইজিং।

দক্ষিণ চীন সাগরের জলসীমার বড় একটি অংশের মালিকানা নিয়ে চীনের সঙ্গে বেশ কয়েকটি দেশের বিরোধ রয়েছে। মার্কিন নৌবাহিনীর উপস্থিতি নিয়েও মাঝেমধ্যেই চীন-মার্কিন সম্পর্কে উত্তেজনা বিরাজ করে। চীনের পাশাপাশি দক্ষিণ চীন সাগরে জলসীমার মালিকানা দাবি করে আসছে তাইওয়ান, মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন ও ব্রুনেই। এ অঞ্চলটি মৎস্য আহরণের অন্যতম ক্ষেত্র। এছাড়া তেল-গ্যাসসহ বেশ কিছু খনিজসম্পদ রয়েছে। প্রতি বছর এ অঞ্চলে পাঁচ বিলিয়ন ডলারের সামুদ্রিক বাণিজ্য হয়।

দক্ষিণ চীন সাগরে চীনের দাবি করা এলাকার ২০০ নটিক্যাল মাইল নিজের বলে দাবি করে ভিয়েতনাম। এই অঞ্চলে চীনের অনুপ্রবেশকে নিজের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে বিবেচনা করে ভিয়েতনাম। সূত্র : রয়টার্স

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া