adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোমাঞ্চকর ম্যাচে আর্সেনালকে হারাল ম্যান ইউ

man uস্পোর্টস ডেস্ক : তরুণ ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ডের জোড়া গোলে রোমাঞ্চকর এক ম্যাচে আর্সেনালকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ৩-২ গোলে জেতে লুইস ফন খালের দল।  

প্রায় ২৫ মিনিট পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্সেনালের হাতেই। সফরকারী দলের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকতে হয় ইউনাইটেডকে।

২৯তম মিনিটে খেলার ধারার বিপরীতেই এগিয়ে যায় লুইস ফন খালের দল। গিলের্মো ভারেলার ক্রস ভালোভাবে বিপদমুক্ত করতে পারেননি আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল পাউলিস্তা। এর সুযোগ নিয়ে বক্সের মধ্য থেকে ডান পায়ের শটে স্বাগতিকদের এগিয়ে দেন র‌্যাশফোর্ড।

তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন এই ম্যাচ দিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষিক্ত র‌্যাশফোর্ড। ডান প্রান্ত থেকে ইংল্যান্ডের উইঙ্গার জেসি লিংগার্ডের ক্রসে দারুণ এক হেডে গোলটি করেন গত বৃহস্পতিবার ইউনাইটেডের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান ফুটবলে গোল পাওয়া এই ফরোয়ার্ড।

৪০তম মিনিটে একটি গোল ফেরত দেন আর্সেনালের ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক।

মাঝমাঠ থেকে করা ফ্রি-কিক থেকে বল বক্সের মধ্যে ফেলেছিলেন মেসুত ওজিল। সেখান থেকে দারুণ এক হেডে ইউনাইটেডের জালে বল জড়ান ওয়েলবেক।

প্রথমার্ধের অতিরিক্ত সময়েই সমতায় ফেরার সুযোগ পায় আর্সেনাল। তবে ওজিলের ক্রসে বক্সের মধ্য থেকে নেওয়া হেড লক্ষ্যে রাখতে পারেননি অ্যারন র‌্যামজি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। আক্রমণ আর প্রতিআক্রমণের খেলায় ৬৫তম মিনিটে ব্যবধান ৩-১ করে ইউনাইটেড। ১৮ বছর বয়সী র‌্যাশফোর্ডের পাসে বক্সের বাইরে থেকে নেওয়া আন্দের এররেরার শট আর্সেনালের ডিফেন্ডার গাব্রিয়েলের গায়ে লেগে জালে ঢোকে।

চার মিনিট পরই অবশ্য ব্যবধান কমান ওজিল। বক্সের মাঝ থেকে বাঁ পায়ের দারুণ এক শটে গোলটি করেন জার্মানির এই মিডফিল্ডার।

এর পর আর কোনো গোল না পাওয়ায় ইউনাইটেডের মাঠে গত অনেক দিন ধরে প্রিমিয়ার লিগে জয়-খরা অব্যাহত থাকল আর্সেনালের। এই নিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে ৯টি ম্যাচ জয়হীন রইল আর্সেন ভেঙ্গারের দল। এর মধ্যে ৭টিতেই হেরেছে তারা।

এই হারের পর ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড।

সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়ে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া