adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী খেরসন দখলে নিয়ে কারফিউ জারি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ান বাহিনী দক্ষিণ ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী খেরসন নিয়ন্ত্রণে নিয়েছে। নগরীর মেয়র এ তথ্য জানিয়েছেন।

খেরসন হল প্রথম বড় শহর, যা আক্রমণ শুরু হওয়ার পর এক সপ্তাহের প্রচণ্ড লড়াইয়ে রাশিয়ার দখলে চলে গেছে। খবর বিবিসি।

মেয়র ইগর কোলিখায়েভ বলেছেন, রাশিয়ান সৈন্যরা জোরপূর্বক নগর পরিষদ ভবনে প্রবেশ করেছে এবং বাসিন্দাদের ওপর কারফিউ জারি করেছে।

একটি ফেসবুক পোস্টে, কোলিখায়েভ বলেছেন যে রাশিয়ান বাহিনী ইউক্রেনের দক্ষিণ কৃষ্ণ সাগর উপকূলের দুই লাখ ৮০ হাজার জনসংখ্যার বন্দর নগরী খেরসন নিয়ন্ত্রণ করছে।

রাশিয়ান সৈন্যদের বেসামরিক লোকদের ওপর গুলি না করার আহ্বান জানিয়ে মেয়র বলেছেন, শহরে কোনো ইউক্রেনীয় বাহিনী নেই।

বুধবার ছিল যুদ্ধের সবচেয়ে ধ্বংসাত্মক দিনগুলোর মধ্যে একটি। ওইদন বেশ কয়েকটি শহর তীব্র গোলাগুলির মধ্যে পড়েছে।

হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্ত শুরু করেছে।

রাশিয়া প্রথমবারের মতো স্বীকার করেছে যে ইউক্রেনে তার আক্রমণের সময় ভারী সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, ৪৯৮ সেনা নিহত এবং আরও এক হাজার পাঁচশ ৯৭ জন আহত হয়েছে। ইউক্রেন বলছে, রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ হাজার হাজার।

ইউক্রেন জানিয়েছে যে গত বৃহস্পতিবার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দুই হাজারেরও বেশি বেসামরিক লোক মারা গেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, সংঘাতের কারণে ১০ লাখ লোক ইউক্রেন থেকে পালিয়ে গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া