adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৫ মিনিটেই ফুলচার্জ!

battery-(2)ডেস্ক রিপাের্ট : যেখানে মোবাইল ফোন চার্জ হতে সময় লাগছে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত। সেখানে মাত্র ৫ মিনিটে মোবাইল ফোন ফুলচার্জ হয়ে যাচ্ছে! বিষয়টি ভাবা যায়? অনেকের কাছেই বিষয়টি অবাস্তব মনে হলেও সেটি বাস্তবে রুপ দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্টোরডট।
বিবিসি বাংলা জানায়,  ইসরাইলের প্রযুক্তি প্রতিষ্ঠান স্টোরডট ঘোষণা দিয়েছে, আগামী বছর তারা এক নতুন ব্যাটারি বাজারে আনছে, যা মাত্র ৫ মিনিটেই চার্জ হয়ে যাবে।
ইসরাইলের এই প্রতিষ্ঠানাটি ২০১৫ সালে আমেরিকার লাস ভেগাসের এক প্রযুক্তি মেলায় এ ধরনের প্রযুক্তি প্রথম সম্মুখে আনে। পরে ব্যাটারির উন্নতি করে বর্তমানে তা স্মার্ট ফোনের সাধারণ ব্যাটারির মতো ব্যবহার উপযোগী করে তোলা হয়েছে।
জানা যায়, প্রথমে এশিয়ার দুটি ব্যাটারি প্রস্তুতকারি প্রতিষ্ঠানে বিশেষ এই ব্যাটারি পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছিল। বর্তমানে প্রতিষ্ঠানগুলো এ ধরনের ব্যাটারি বাজারজাত করার জন্য প্রস্তুত আছে।
আগামী বছরের মধ্যে পাঁচ মিনিটে মোবাইল ফোন চার্জ করার প্রযুক্তি ক্রেতাদের হাতে পৌঁছে যাবে এমনটা ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী।
অবশ্য গত নভেম্বরে কোয়ালকম বলেছিল তারা এমন একটি ব্যাটারি তৈরি করেছে, যেটি পাঁচ মিনিট চার্জ দিলে পাঁচ ঘণ্টা পর্যন্ত চলে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া