adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনাভাইরাসে একদিনে আরও ১৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৩

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৭১৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৪৩ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৭১৩ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ০কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৭০১। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৩ কোটি ৯১ লাখ ২৬ হাজার ৮৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৮ লাখ ৭৪ হাজার ৯৭৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ২১ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার ৯১২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭১৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া